অাকাশ জাতীয় ডেস্ক:
কুমিল্লার দেবিদ্বারে জনতা পরিবহন নামে একটি বাসের গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে (ঢাকা মেট্রো চ-২৯-৫৪) বাসটি আগুনে পুড়ে যায়। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে যাত্রীরা বাসের জানালা ও দরজা দিয়ে নেমে পড়েন।
বুধবার বিকাল ৫টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পান্নারপুলে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।
কুমিল্লা দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মুরাদনগর কোম্পানীগঞ্জগামী জনতা পরিবহনের বাসটি দেবিদ্বার পান্নারপুলে সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে যাওয়ার পথে সিলেন্ডার লিক হয়ে বিস্ফোরণ হয়। বাসের যাত্রীরা তাড়াতাড়ি নেমে যাওয়ায়, কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটি আগুনে পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে মুরাদনগরের ফায়ার সার্ভিসের একটি টিম কাজ করেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























