অাকাশ জাতীয় ডেস্ক:
চীনের সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ভারত ও জাপানের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার টোকিওর দ্য ডিপ্লোম্যাটিক ম্যাগাজিন জানিয়েছে, চীনের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শুধু যুক্তরাষ্ট্রকেই চ্যালেঞ্জ করবে না ভারত ও জাপানের অস্বস্তি বাড়াবে।
গত বছর চীন দুটো এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। ফলে দুই দেশের সেনাঘাঁটিগুলোকে আরও নিখুঁতভাবে আক্রমণ করতে সমর্থ্য হবে তারা। গত ১ নভেম্বর প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি করা হয়। তার দুই সপ্তাহ পর দ্বিতীয় পরীক্ষাটি করা হয়। দুটো পরীক্ষাই সফল হয়েছে।
২০২০ সালের মধ্যে এই ক্ষেপণাস্ত্রগুলো চীনা সেনার হাতে পড়বে। দুই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে প্রশ্ন করা হলে চীনা পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র গেং শুহাং অবশ্য উত্তর এড়িয়ে গেছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























