অাকাশ জাতীয় ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে যৌতুকের দাবিতে আলুফা আক্তার(২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় চাচা শ্বশুর বাছির মিয়াকে (৫৫) মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
আলুফা আক্তার শ্রীঘর গ্রামের নিজাম মিয়ার স্ত্রী। এঘটনায় নিহত আলুফার পিতা আবদুল কুদ্দুস চৌধুরী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাতেই পুলিশ চাচা শ্বশুর বাছির মিয়াকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, প্রায় পাঁচ বছর আগে উপজেলার শ্রীঘর গ্রামের মৃত রুপস আলীর ছেলে নিজাম মিয়ার সাথে লাখাই উপজেলার মুড়াকরি ইউনিয়নের সুবিদপুর গ্রামের আবদুল কুদ্দুস চৌধুরীর মেয়ে আলুফা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য পরিবারের লোকজন মারধর করত।
ঘটনার কয়েক দিন আগে এক লাখ টাকা এনে দেয়ার দাবিতে তাকে মারধর করে পিতার বাড়িতে পাঠিয়ে দেয়। পরে স্বামী তার বাড়িতে আলুফাকে নিয়ে আসে। তাদের দুইটি মেয়ে আছে। সোমবার গভীর রাতে আলুফার ওপর নির্যাতন চালান স্বামী নিজাম মিয়াসহ পরিবারের লোকজন। নির্যাতনে আলুফা ঘটনাস্থলেই মারা যান। পরে গলায় ফাঁস লাগিয়ে বিষয়টি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করা হয়। সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।
থানার অফিসার ইনচার্জ মো. আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে।বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























