অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে বিমান হামলায় আল-কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ১২ বছর বয়সী এক নাতি নিহত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্র জানিয়েছে। পাক-আফগানিস্তান সীমান্তে বিমানহানায় মৃত্যু হয়েছে ১২ বছর বয়সী ওসামা বিন লাদেনের নাতি ওসামা বিন হামজা বিন লাদেনের।
তবে, সেটি আজ নয়। বেশ কয়েক মাস আগেই তার মৃত্যু হয়। কিন্তু সম্প্রতি একটি চিঠি ফাঁস হয়। যেটি ওই নিহত কিশোরের বাবা হামজা বিন লাদেনের লেখা। সেই চিঠিতেই উঠে আসে এই মৃত্যুর কথা।
প্রতিবেদনে বলা হয়, নিহত কিশোরের বাবা হামজা বিন লাদেন আল-কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের যোগ্য উত্তরসূরি হিসেবে বেড়ে ওঠে। সম্প্রতি আল-কায়দার সমর্থকদের মধ্যে এক চিঠি বণ্টন হয়। সেই চিঠিটি গত বছর জুলাই অথবা অগস্ট মাসে লেখা। যদিও ওই চিঠিটিতে পরিষ্কার করে লেখা নেই মৃত্যুর কারণ।
বিমানহানা নাকি ওসামা বিন হামজা বিন লাদেনের মৃত্যুর অন্য কারণ রয়েছে সেটি স্পষ্ট নয়। টেরর মনিটর। এই অনলাইন গ্রুপটি উগ্রপন্থী সংগঠনগুলোর অনলাইন গতিবিধির উপরে কড়া নজর রাখে। সেই টেরর মনিটরই ট্যুইট করে ওসামা বিন লাদেনের মৃত্যুর খবরটি প্রকাশ্যে আনে।
আকাশ নিউজ ডেস্ক 





















