অাকাশ জাতীয় ডেস্ক:
কুমিল্লা নগরীর নূরপুর এলাকায় একটি বালুভর্তি ট্রাকচাপায় এক কিশোর নিহত হয়েছে। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল নূরপুর এলাকার টিপু মিয়ার ছেলে।
কুমিল্লা চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন আহেম্মদ জানান, একটি বালুভর্তি ট্রাক ফয়সাল (১২) নামের সাইকেল আরোহী কিশোরকে পেছন দিক থেকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। ফয়সাল একটি গ্রিলের কারখানার শ্রমিকের কাজ করতো। স্থানীয় লোকজন ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























