ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমার থেকে মুক্তি মিলল তুরস্কের ২ সাংবাদিকের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারে কর্মরত তুরস্কের দুই টিভি সাংবাদিকের মুক্তি দিয়েছে মিয়ানমার সরকার। এছাড়াও মুক্তি মিলেছে তাদের গাড়ির চালকের। বিমান সংক্রান্ত আইন না মানার অভিযোগ তোলা হয়েছে তাদের বিরুদ্ধে।

তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ হলো তারা বিমান আইন লঙ্ঘন করে মিয়ানমারের পার্লামেন্ট এলাকায় ড্রোন দিয়ে ছবি ধারণ করছিলেন। এই অভিযোগে গ্রেফতার করা হয় তাদের। দু’মাস জেল খাটে তারা গত শুক্রবার মুক্তি পেয়েছেন।

তারা দুই জন ভিন্ন ভিন্ন দেশের নাগরিক ক্যামেরাম্যান লাউ হন মেং হলো সিঙ্গাপুরের , আর মালয়েশিয়ার সাংবাদিক মক চোই লিন ও স্থানীয় সাংবাদিক অং নাইং সোয়ে। স্থানীয় সাংবাদিক অং নাইং সোয়ে প্রথম দু’জনের দোভাষী হিসেবে কাজ করছিলেন। তাদেরকে গত দু’মাস আটকে রাখা হয়েছিল ন্যাপিডর কাছে ইয়মেথিন কারাগারে। প্রথম দু’জন সাংবাদিক টিআরটি ওয়ার্ল্ড টেলিভিশনের জন্য এসাইনমেন্ট কভার করছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় নিয়োগ দিচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

মিয়ানমার থেকে মুক্তি মিলল তুরস্কের ২ সাংবাদিকের

আপডেট সময় ০৯:২৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারে কর্মরত তুরস্কের দুই টিভি সাংবাদিকের মুক্তি দিয়েছে মিয়ানমার সরকার। এছাড়াও মুক্তি মিলেছে তাদের গাড়ির চালকের। বিমান সংক্রান্ত আইন না মানার অভিযোগ তোলা হয়েছে তাদের বিরুদ্ধে।

তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ হলো তারা বিমান আইন লঙ্ঘন করে মিয়ানমারের পার্লামেন্ট এলাকায় ড্রোন দিয়ে ছবি ধারণ করছিলেন। এই অভিযোগে গ্রেফতার করা হয় তাদের। দু’মাস জেল খাটে তারা গত শুক্রবার মুক্তি পেয়েছেন।

তারা দুই জন ভিন্ন ভিন্ন দেশের নাগরিক ক্যামেরাম্যান লাউ হন মেং হলো সিঙ্গাপুরের , আর মালয়েশিয়ার সাংবাদিক মক চোই লিন ও স্থানীয় সাংবাদিক অং নাইং সোয়ে। স্থানীয় সাংবাদিক অং নাইং সোয়ে প্রথম দু’জনের দোভাষী হিসেবে কাজ করছিলেন। তাদেরকে গত দু’মাস আটকে রাখা হয়েছিল ন্যাপিডর কাছে ইয়মেথিন কারাগারে। প্রথম দু’জন সাংবাদিক টিআরটি ওয়ার্ল্ড টেলিভিশনের জন্য এসাইনমেন্ট কভার করছিলেন।