আকাশ বিনোদন ডেস্ক:
হাতে গোনা কয়েকটি সিনেমায় অভিয়ন করেছেন সুরভিন চাওলা। এর মধ্যে ‘হেট স্টোরি টু’ অন্যতম। তবে চেহারার সৌন্দর্যের কারণে প্রথম থেকেই দর্শকদের নজরে থেকেছেন। এমনকি কাস্টিং কাউচের শিকারও হয়েছেন এবং বার বার সংবাদের শিরোনামে এসেছেন। এবার খবরের শিরোনাম হলেন ইনস্টাগ্রামে বিয়ের কথা জানিয়ে। যদিও ভারতীয় গণমাধ্যম বলছে, দু’বছর আগেই তিনি বিয়ে করেছেন।
খবরে বলা হচ্ছে, ২০১৫ সালের ২৮ জুলাই চুপিচুপি ইতালিতে বয়ফ্রেন্ড অক্ষয় ঠাকুরের সঙ্গে বিয়েটা সেরে ফেলেছিলেন সুরভিন। তাঁর সাদা পোশাকের চার্চ ওয়েডিং পছন্দ ছিল, তাই সেভাবেই বিয়ে হয় ইতালিতে এবং এই বিয়ের সাক্ষী ছিলেন খুব ঘনিষ্ঠ কয়েকজন।
খবরে আরও বলা হয়, সুরভিন ও অক্ষয় নাকি ঠিক করেছিলেন ২০১৮ সালের জানুয়ারিতে তাঁদের বিয়ের কথা ঘোষণা করবেন। তবে কেন এমন সিদ্ধান্ত, সেই বিষয়ে বিস্তারিতভাবে কিছু বলা হয়নি।
আকাশ নিউজ ডেস্ক 























