অাকাশ জাতীয় ডেস্ক:
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) দক্ষিণাঞ্চলের প্রধান শুরা সদস্য ও ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি আবু সাঈদ ওরফে কারিম ওরফে তালহা ওরফে শ্যামলকে বগুড়ায় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে জেলার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ হেড কোয়ার্টারের গোয়েন্দা পুলিশ।
এসময় তার হেফাজতে থাকা একটি নাইন-এমএম বিদেশি পিস্তল, এটি ম্যাগজিন, আট রাউন্ড গুলি, একটি চাকু ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শনিবার সকালে বগুড়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, রাত ১টার দিকে গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে আবু সাঈদকে গ্রেফতার করা হয়। তিনি জেএমবির দক্ষিণাঞ্চল প্রধান ও ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি।
আবু সাঈদ ভারতের বর্ধমান খাগড়াগড় বোমা হামলা মামলার আসামি। এ বিষয়ে বিস্তারিত তথ্য দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
আকাশ নিউজ ডেস্ক 



















