অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
জম্মু ও কাশ্মিরের পুঞ্চ সেক্টরে গতকাল সোমবার রাতে ভারতীয় বিশেষ বাহিনীর অন্তত ১০ সেনা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তান ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালায়। এতে তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এনডিটিভিকে নিশ্চিত করেছেন।
মঙ্গলবার এনডিটিভি জানায়, গত শনিবার পাকিস্তানি সেনাদের হামলায় ভারতের এক মেজরসহ চার সেনা নিহত হয়। তারই জবাবে ভারত এই হামলা চালিয়েছে। সেনা সূত্র জানায়, এই হামলাকে ‘স্থানীয় কৌশলগত অভিযান’ নামে অভিহিত করা হয়েছে। স্থানীয় সেনা কমান্ডারদের এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে।
এই অভিযানকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বলে আখ্যা দেয়নি ভারতীয় সেনাবাহিনী। তবে তারা পাকিস্তানের নির্দিষ্ট সেনা চৌকি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। ভারত যে ধরনের হামলা চালিয়েছে, তাকে সামরিক পরিভাষায় ‘ক্রশ বর্ডার রেড’ বলা হয়। অর্থাৎ, নিয়ন্ত্রণ রেখা টপকে সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো।
আকাশ নিউজ ডেস্ক 

























