অাকাশ জাতীয় ডেস্ক:
বাগেরহাটের মংলায় লাইজু বেগম নামে এক গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। লাইজুকে তার স্বামী মহিউদ্দিন মৃধা হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
শুক্রবার সকালে মংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাজিকরখণ্ড গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ নিহত লাইজুর হত্যাকারীদের ধরতে অভিযান শুরু করেছে। দুপুরে লাইজুর লাশের ময়নাতদন্ত সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।
স্থানীয় প্রতিবেশীদের বরাত দিয়ে মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বলেন, তিন বছর আগে নাজমার সাথে মহিউদ্দিন মৃধার বিয়ে হয়। বিয়ের পর থেকে তুচ্ছ ঘটনা নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া বিবাদ হতো। তারই জের ধরে সকালে তাদের মধ্যে বিবাদ হয়।
বিবাদের এক পর্যায়ে লাইজুর স্বামী মহিউদ্দিন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। পুলিশ নিহত লাইজুর হত্যাকারীকে ধরতে অভিযান শুরু করেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























