ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন হেলমেট না থাকায় ‘সেনাসদস্যের মারধরে’ যুবকের মৃত্যু বিএনপি-এনসিপির সংঘর্ষে আহত ১০ ‘জান্নাতের টিকিট শেষ, এখন বিকাশে ভাড়া দিচ্ছে একটি দল’: খোকন আসুন, সবাই মিলে মর্যাদার বাংলাদেশ গড়ি: তারেক রহমান একাত্তরে হিন্দুদের নির্যাতনকারীরাই নবরূপে ফিরে নির্বাচনে দাঁড়িয়েছে: সালাহউদ্দিন সাদিক কায়েম আপনার কথায় ফ‍্যাসিবাদের টোন রয়ে গেছে : হামিম জামায়াত ও আওয়ামী লীগ ‘মুদ্রার এপিঠ-ওপিঠ’: মাহফুজ আলম নির্বাচিত হলে ৫ বছর বিনা পয়সায় সেবা করব,আমি প্রতিজ্ঞাবদ্ধ: হাসনাত আবদুল্লাহ নির্বাচনকালীন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিএসএফ সচেষ্ট : বিজিবি

বিজিবির খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

অাকাশ জাতীয় ডেস্ক:

বিজিবি দিবস উদযাপনের অংশ হিসেবে বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর পিলখানার বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিজিবির খেতাবপ্রাপ্ত দুজন বীরশ্রেষ্ঠ, সাতজন বীর উত্তম, ৩০ জন বীর বিক্রম, ঢাকা অঞ্চলে বসবাসকারী ১২ জন বীর প্রতীক এবং একজন শহীদ পরিবারের সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়।

আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বিজিবি। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিজিবির মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের হাতে শুভেচ্ছা উপহারসামগ্রী তুলে দেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি দিবস উপলক্ষে ঢাকা অঞ্চলের পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলে বসবাসকারী বিজিবির খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারকে বিজিবির সংশ্লিষ্ট রিজিয়ন ও সেক্টরের ব্যবস্থাপনায় ইতোমধ্যে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ ছাড়া আজ দুপুর ১২টায় পিলখানার বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বিজিবি দিবস উদযাপনের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালকের দরবার অনুষ্ঠিত হয়। দরবার শেষে ২০১৭ সালে বিজিবির অপারেশনাল ও প্রশাসনিক ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কার দেওয়া হয়।

চোরাচালান দমনের ক্ষেত্রে ব্যাটালিয়ন পর্যায়ে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, টেকনাফ প্রথম স্থান; ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, যশোর দ্বিতীয় স্থান এবং সেক্টর পর্যায়ে কুমিল্লা সেক্টর প্রথম স্থান অধিকার করে।

এ ছাড়া ২০১৭ সালে বিজিবির কর্মকা-ে বিশেষ অবদানের জন্য ৮০ জনকে মহাপরিচালকের অপারেশনাল প্রশংসাপত্র এবং ৮৬ জনকে মহাপরিচালকের প্রশাসনিক প্রশংসাপত্র দেওয়া হয়। বিজিবি দিবস উপলক্ষে এবার সাতজনকে সুবেদার মেজর থেকে অনারারি সহকারী পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আপডেট সময় ১০:৫৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

বিজিবি দিবস উদযাপনের অংশ হিসেবে বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর পিলখানার বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিজিবির খেতাবপ্রাপ্ত দুজন বীরশ্রেষ্ঠ, সাতজন বীর উত্তম, ৩০ জন বীর বিক্রম, ঢাকা অঞ্চলে বসবাসকারী ১২ জন বীর প্রতীক এবং একজন শহীদ পরিবারের সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়।

আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বিজিবি। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিজিবির মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের হাতে শুভেচ্ছা উপহারসামগ্রী তুলে দেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি দিবস উপলক্ষে ঢাকা অঞ্চলের পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলে বসবাসকারী বিজিবির খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারকে বিজিবির সংশ্লিষ্ট রিজিয়ন ও সেক্টরের ব্যবস্থাপনায় ইতোমধ্যে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ ছাড়া আজ দুপুর ১২টায় পিলখানার বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বিজিবি দিবস উদযাপনের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালকের দরবার অনুষ্ঠিত হয়। দরবার শেষে ২০১৭ সালে বিজিবির অপারেশনাল ও প্রশাসনিক ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কার দেওয়া হয়।

চোরাচালান দমনের ক্ষেত্রে ব্যাটালিয়ন পর্যায়ে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, টেকনাফ প্রথম স্থান; ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, যশোর দ্বিতীয় স্থান এবং সেক্টর পর্যায়ে কুমিল্লা সেক্টর প্রথম স্থান অধিকার করে।

এ ছাড়া ২০১৭ সালে বিজিবির কর্মকা-ে বিশেষ অবদানের জন্য ৮০ জনকে মহাপরিচালকের অপারেশনাল প্রশংসাপত্র এবং ৮৬ জনকে মহাপরিচালকের প্রশাসনিক প্রশংসাপত্র দেওয়া হয়। বিজিবি দিবস উপলক্ষে এবার সাতজনকে সুবেদার মেজর থেকে অনারারি সহকারী পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়।