অাকাশ জাতীয় ডেস্ক:
এখন পৌষ মাস। শীতকাল। গরমকালের ফল কাঁঠাল। কিন্তু অসময়ে বারোমাসি কাঁঠাল বাজারে উঠায় কদর বেড়েছে। যে দেখছে, সেই ভিড় করছে।
এখন কাঁঠালের সময় না থাকলেও পাকুন্দিয়া পৌরসদর বাজারে গত মঙ্গলবার সন্ধ্যায় আনুমানিক ৮-১০ কেজি ওজনের কাঁঠাল উঠেছে। তা দেখতে অনেকেই ভিড় করেছেন। কেউ আবার দাম হাঁকছেন। তবে কাঁঠাল মালিক উপজেলার নারান্দী গ্রামের জনৈক খোকন মিয়ার কাছ থেকে দাম শুনে অবাক হয়েছেন অনেকেই।
শেষমেশ কাঁঠালটি এক হাজার টাকা দিয়ে বুলবুল মিয়া নামে এক ব্যাপারী কিনে নেন। পরে তিনিই আবার কাঁঠালটি মিনিট দশেক পরে দুইশ টাকা লাভে ১২০০ টাকায় বিক্রি করেন। কেনাবেচার এই সময়ে কাঁঠালটি দেখতে অনেকেই ভিড় জমান।
আকাশ নিউজ ডেস্ক 
























