অাকাশ জাতীয় ডেস্ক:
চুয়াডাঙ্গায় গত তিন দিনে সূর্যের দেখা মেলেনি। ফলে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। বেলা বাড়লেও কুয়াশাচ্ছন্ন থাকছে আকাশ। বুধবার চুয়াডাঙ্গায় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া সকাল থেকেই বৃষ্টির মতো গুঁড়ি গুঁড়ি কুয়াশা পড়তে দেখা গেছে।
হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। এছাড়া সাধারণ মানুষ প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক দৈনিক আকাশকে জানান, বঙ্গপোসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় সূর্য উঠছে না। আর কয়েক দিনের মধ্যে এ আবহাওয়া স্বাভাবিক হতে পারে।
আকাশ নিউজ ডেস্ক 
























