অাকাশ জাতীয় ডেস্ক:
সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. শাহ আলমের কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় তার ছোট ভাই জহিরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত পৌনে ৩টার দিকে ১০/১২জনের একটি ডাকাতদল বাড়ির গেট টপকিয়ে ও দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে ওই ডিআইজির ছোট ভাই জহিরুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। এসময় অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে ঘর থেকে স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুটে নেয় ডাকাত দল। এদিকে আহত জহিরুল ইসলামকে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার বিকালে দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত ও আটকে পুলিশের অভিযান অব্যাহত আছে।
আকাশ নিউজ ডেস্ক 



















