অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
বেলুচিস্তানে নারকীয় অত্যাচার শুরু করছে পাকিস্তানি সেনারা। সেখানকার নারীদের ধরে সেনা ক্যাম্পে নিয়ে গিয়ে করা হচ্ছে ধর্ষণ। পাকিস্তান সেনাদের এই অত্যাচার ১৯৭১ সালের তৎকালীন পূর্বপাকিস্তানের ভয়ঙ্কর অবস্থার পুনরাবৃত্তি এমনটাই অভিযোগ করলেন পাকিস্তানের মানবাধিকার কর্মী ফরজানা মজিদ বেলুচ। তাঁর অভিযোগ এমন এক সময়ে যখন, বেলুচিস্তানে সেনা অভিযান চালাচ্ছে পাকিস্তান সরকার।
পাকিস্তানি সংবাদ মাধ্যম দুনিয়া নিউজ (Dunya News) এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের পাঞ্জাব ও বেলুচিস্তান প্রদেশের সীমান্তে চলছে সেনা অভিযান। সন্ত্রাসবাদকে রুখতে অভিযান পরিচালনের প্রসঙ্গ থাকলেও বেলুচ মানবাধিকার কর্মীদের দাবি, বিক্ষুব্ধ কণ্ঠস্বর দমিয়ে রাখতে বেলুচিস্তানে চলছে সেনা অভিযান। আর এই প্রসঙ্গেই ফরজানা মাজিদ বেলুচ ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ের প্রসঙ্গ টেনেছেন।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই (ANI)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধের সময় যেভাবে পূর্বপাকিস্তানের বাঙালি মহিলাদের নির্বিচারে গণধর্ষণ ও খুন করা হতো বেলুচিস্তানেও এখন তৈরি হয়েছে একই পরিস্থিতি। অন্তত ৪০ জন নারীকে ক্যাম্পে ধরে নিয়ে যাওয়া হয়েছে। শিশুদেরও রেহাই দেওয়া হচ্ছে না।
বেলুচিস্তানের স্বাধিকারের দাবিতে বিগত দীর্ঘ ৬০ বছর ধরেই চলছে বিক্ষোভ। বেলুচ বিদ্রোহীরা সরাসরি পাকিস্তান সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করছে। বারেবারে এখানে সেনা অভিযান হয়েছে। বিশেষকরে ডেরা বুগতি এলাকায়। অঞ্চলটি বিদ্রোহীদের মূল ঘাঁটি। এখানেই থাকতেন বিদ্রোহী বেলুচদের প্রধান নেতা নবাব আকবর বুগতি।
আকাশ নিউজ ডেস্ক 























