অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশে এক গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত মার্কিন সৈন্য সোমবার মারা গেছে। সে ন্যাটো নেতৃত্বাধীন রেজলুট সাপোর্ট (আরএস) দলের সদস্য। মঙ্গলবার যৌথ বাহিনী একথা জানায়।
জোটের এক বিবৃতিতে বলা হয়, এ ঘটনার পেছনে শত্রু পক্ষের কোন হাত নেই। এ গাড়ি দুর্ঘনায় আহত অপর দুই মার্কিন সৈন্যকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরএস কমান্ডার জেনারেল জন নিকোলসন বলেন, এভাবে ‘আমাদের একজন সহকর্মীকে হারানোয় আমরা গভীরভাবে শোকাহত।’
ন্যাটো ও মার্কিন বাহিনী ২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তানে যুদ্ধ মিশন শেষ করে। দেশটিতে তাদের উপস্থিতির দীর্ঘ ১৩ বছর পর এ মিশন সমাপ্ত ঘোষণা করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























