অাকাশ জাতীয় ডেস্ক:
এ বছর এইচএসসি পরীক্ষায় যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতায় ১০ জেলার ৫শ’ ৬৮ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোন পরীক্ষার্থী পাস করতে পারেনি। শূণ্য শতাংশ পাসের হার চারটির মধ্যে দুটি মাগুরার এবং ঝিনাইদহ ও মেহেরপুরের একটি করে প্রতিষ্ঠার রয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো-মাগুরার দক্ষিণ নওয়াপাড়া সম্মিলনী কলেজ (৪জন পরীক্ষাথী) ও বীরেন শিকদার আইডিয়াল স্কুল এন্ড কলেজ (৬জন পরীক্ষাথী), মেহেরপুরের মড়কা জাগরণ কলেজ (২জন পরীক্ষাথী) ও ঝিনাইদহের ডিজিপিএল মডেল কলেজের (৩ পরীক্ষার্থী)। চারটি প্রতিষ্ঠানের কোন পরীক্ষার্থী পাস করতে পারেনি।
জানতে চাইলে বোর্ডের কলেজ পরিদর্শক অমল কুমার বিশ্বাস বলেন, গত বছর শূণ্য শতাংশ পাসের হার একটি কলেজের পাঠদান অনুমোদন বাতিল করা হয়েছে। এবারও মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক শূণ্যভাগ পাসের হার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 





















