অাকাশ জাতীয় ডেস্ক:
যশোরে রনি হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যার আগে যশোর ডিসি চত্বর কালেক্টরেট পার্কে এ ঘটনা ঘটে। রাত ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রনি শহরের শঙ্করপুর গোলপাতা মসজিদ এলাকার আলী হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে রনি তার বান্ধবী ইভাকে নিয়ে গল্প করছিল। এসময়ে তার অপর বন্ধু আকতার হোসেন ও সেখানে ছিল। সন্ধ্যার একটু আগে কয়েকজন দুর্বৃত্ত পার্কের ভিতরে ঢুকে রনির কাছে গিয়ে তাকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এসময়ে তার সঙ্গীরা চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পার্কের অন্যান্য লোকের সহযোগিতায় রনিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ৭টার দিকে তার মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ডা. সাইদুর রহমান বলেন, রনির বন্ধুরা সন্ধ্যার দিকে তাকে হাসপাতালে ভর্তি করেন। তখন তার অবস্থা খুবই আশংকাজনক ছিল। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা তাদের বলেছিলাম চব্বিশ ঘণ্টা পার না হলে আমরা কিছু বলতে পারবো না। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যশোর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, রাতে দুর্বৃত্তদের হামলায় রনি নামে এক যুবকের হত্যার ঘটনা হাসপাতাল থেকে জানানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো থানায় অভিযোগ করা হয়নি। নিহতের পরিবার থানায় অভিযোগ করলে পুলিশ দুর্বৃত্তদের ধরতে অভিযান চালাবে বলে তিনি জানান।
আকাশ নিউজ ডেস্ক 























