ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল ময়মনসিংহের ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা কৌশলের অজুহাতে বিএনপি কোনো গোপন বেশ ধারণ করেনি: তারেক রহমান

ভারতে ৮৮ ছাত্রীকে নগ্ন করে শাস্তি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রধান শিক্ষিকের বিরুদ্ধে ‘অশ্লীল’ শব্দ লেখার অভিযোগে একসঙ্গে ৮৮ ছাত্রীকে পোশাক খুলিয়ে শাস্তি দিলেন স্কুলেরই তিন শিক্ষিকা। ভারতের অরুণাচলের কস্তুরবা বালিকা বিদ্যালয়ের এই ঘটনায় অভিযুক্ত শিক্ষিকাদের বিরুদ্ধে স্থানীয় থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, ‘অরুণাচলের পাপুম পারের তানি হাপার স্কুলটিতে গত ২৩ নভেম্বর এই কদর্য ঘটনাটি ঘটেছে। তবে ঘটনাটি জানাজানি হয় আরো চার দিন পর, অর্থাৎ ২৭ নভেম্বর। ‘অল সাগালি স্টুডেন্ট ইউনিয়ন’ নামের একটি সংগঠন ওই ছাত্রীদের হয়ে থানায় এফআইআর দায়েরের পরই সবকিছু জানাজানি হয়।’ জানা গেছে, ক্লাস সিক্স ও সেভেনের মেয়েদের এভাবে পোশাক খুলিয়ে শাস্তি দেয়া হয়েছে।

এই ঘটনায় যাদের বিরুদ্ধে অসভ্য আচরণের অভিযোগ উঠেছে, তারা হলেন, স্কুলের দুজন সহশিক্ষিকা ও একজন জুনিয়র শিক্ষিকা। ঘটনার শিকার ছাত্রীরা জানায়, ক্লাসে সকলের সামনে দাঁড় করিয়ে তাদের নগ্ন হতে বাধ্য করেন তিন শিক্ষিকা। প্রধান শিক্ষিকার বিরুদ্ধে লেখা ‘অশ্লীল’ কাগজের টুকরোটি খুঁজে বের করতেই নাকি এভাবে পোশাক খোলানো হয়েছে।

পাপুম পারের পুলিশ সুপার তুমে আমাও তিন শিক্ষিকার বিরুদ্ধে এফআইআর দায়েরের খবর নিশ্চিত করে জানান, ‘মামলাটি মহিলা পুলিশ থানায় পাঠানো হয়েছে। ঘটনার শিকার ওই ছাত্রীদের সাথে কথা বলে, মামলার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পুলিশ।’

এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অরুণাচল প্রদেশ কংগ্রেস। দলের তরফ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এ ধরণের শাস্তি সমর্থন যোগ্য নয়। ছাত্রীদের মধ্যে এই ঘটনার নেতিবাচক প্রভাব পড়বে। এভাবে কাউকে শোধরানো যায় না। শিক্ষিকারা যা করেছেন, তা শিশু অধিকার লঙ্ঘনের শামিল। শিশু নিগ্রহের মধ্যেই পড়ে। শিক্ষিকাদের কাছ থেকে এ ধরণের আচরণ অনভিপ্রেত।’ যদিও স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনো মুখে কুলুপ এঁটে আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমানের পর বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আরেক জনপ্রিয় সংগীতশিল্পী

ভারতে ৮৮ ছাত্রীকে নগ্ন করে শাস্তি

আপডেট সময় ০২:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রধান শিক্ষিকের বিরুদ্ধে ‘অশ্লীল’ শব্দ লেখার অভিযোগে একসঙ্গে ৮৮ ছাত্রীকে পোশাক খুলিয়ে শাস্তি দিলেন স্কুলেরই তিন শিক্ষিকা। ভারতের অরুণাচলের কস্তুরবা বালিকা বিদ্যালয়ের এই ঘটনায় অভিযুক্ত শিক্ষিকাদের বিরুদ্ধে স্থানীয় থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, ‘অরুণাচলের পাপুম পারের তানি হাপার স্কুলটিতে গত ২৩ নভেম্বর এই কদর্য ঘটনাটি ঘটেছে। তবে ঘটনাটি জানাজানি হয় আরো চার দিন পর, অর্থাৎ ২৭ নভেম্বর। ‘অল সাগালি স্টুডেন্ট ইউনিয়ন’ নামের একটি সংগঠন ওই ছাত্রীদের হয়ে থানায় এফআইআর দায়েরের পরই সবকিছু জানাজানি হয়।’ জানা গেছে, ক্লাস সিক্স ও সেভেনের মেয়েদের এভাবে পোশাক খুলিয়ে শাস্তি দেয়া হয়েছে।

এই ঘটনায় যাদের বিরুদ্ধে অসভ্য আচরণের অভিযোগ উঠেছে, তারা হলেন, স্কুলের দুজন সহশিক্ষিকা ও একজন জুনিয়র শিক্ষিকা। ঘটনার শিকার ছাত্রীরা জানায়, ক্লাসে সকলের সামনে দাঁড় করিয়ে তাদের নগ্ন হতে বাধ্য করেন তিন শিক্ষিকা। প্রধান শিক্ষিকার বিরুদ্ধে লেখা ‘অশ্লীল’ কাগজের টুকরোটি খুঁজে বের করতেই নাকি এভাবে পোশাক খোলানো হয়েছে।

পাপুম পারের পুলিশ সুপার তুমে আমাও তিন শিক্ষিকার বিরুদ্ধে এফআইআর দায়েরের খবর নিশ্চিত করে জানান, ‘মামলাটি মহিলা পুলিশ থানায় পাঠানো হয়েছে। ঘটনার শিকার ওই ছাত্রীদের সাথে কথা বলে, মামলার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পুলিশ।’

এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অরুণাচল প্রদেশ কংগ্রেস। দলের তরফ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এ ধরণের শাস্তি সমর্থন যোগ্য নয়। ছাত্রীদের মধ্যে এই ঘটনার নেতিবাচক প্রভাব পড়বে। এভাবে কাউকে শোধরানো যায় না। শিক্ষিকারা যা করেছেন, তা শিশু অধিকার লঙ্ঘনের শামিল। শিশু নিগ্রহের মধ্যেই পড়ে। শিক্ষিকাদের কাছ থেকে এ ধরণের আচরণ অনভিপ্রেত।’ যদিও স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনো মুখে কুলুপ এঁটে আছে।