ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন ধানের শীষে বাংলাদেশি সন্দেহে ভারতে যুবককে পিটিয়ে হত্যা নতুন বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে তুরস্ক: এরদোগান জনগণ জেনে গেছে ‘হ্যা’ ভোট দেওয়া হলে দেশে স্বৈরাচার আর ফিরে আসবে না: প্রেস সচিব উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি: সালাহউদ্দিন আহমদ ধর্মকে পুঁজি করে চালানো অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকুন: আমিনুল হক কেউ কেউ বসন্তকালে আইসা কুহু কুহু ডাক শুরু করে: জামায়াতের আমির ফ্যাসিবাদী ব্যবস্থার পর এই নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন: নাহিদ ইসলাম ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতের জোয়ার : উপদেষ্টা আদিলুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার রুটিন প্রকাশ

ভক্তের ওপর বিরক্ত টাইগার

আকাশ বিনোদন ডেস্ক:

টাইগার শ্রফ নতুন প্রজন্মের অভিনেতা হিসেবে নাম ডাক কুড়িয়েছেন বেশ। সেই সাতে পেয়েছেন অগনিত ভক্তের ভালবাসা। কিন্তু এ তারকা হটাৎ একটি টুইট দেখে বেশ বিরক্ত হয়েছিলেন ভক্তের উপর। তিনি টুইটের জবাব দিয়ে লিখলেন, ‘দুঃখিত, এভাবে জীবনকে ঝুঁকির মুখে ফেলা বোকামি। এভাবে নিজের ক্ষতি করতে যেয়ো না।’

টুইটে কী দেখেছিলেন টাইগার, যা দেখে এতটাই বিরক্ত তিনি?

টাইগারের এক ভক্ত চেয়েছিলেন প্রিয় নায়ককে মুগ্ধ করতে। তাই সেই ভক্ত উঁচু এক দেয়ালের ওপর থেকে লাফ দিয়ে টাইগারের মতো স্টান্ট করতে চেয়েছিলেন। সেই স্টান্টের ভিডিও ওই ভক্ত পোস্ট করেন মাইক্রো ব্লগিং সাইট টুইটারে। সেই ভক্ত টুইটের সঙ্গে ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘আমি এই উঁচু জায়গা থেকে লাফ দিয়ে ভয়কে জয় করেছি। নিচ থেকে সবকিছুই সহজ লাগে। কিন্তু যখন চেষ্টা করতে যাবেন, তখন দেখবেন এটা কত ভয়ের। সুতরাং আমি এখন সুপারহিরো।’ এরপর এই টুইটে ট্যাগ করেন অভিনেতা টাইগার শ্রফকে। প্রিয় নায়ককে ধন্যবাদ জানান। ওই ভক্ত লেখেন, টাইগার তাঁর অনুপ্রেরণা। টাইগারের স্টান্ট দেখেই সাহস পান তিনি।

এই টুইট দেখে টাইগার খুব বিরক্ত হন। রিটুইটে লেখেন, ‘জীবনকে এভাবে ঝুঁকিতে ফেলো না। একজন অভিনেতা পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে ও পেশাদার স্টান্টম্যানদের তত্ত্বাবধানে এই অ্যাকশন দৃশ্যগুলো করেন। কখনোই নিজে নিজে এমন করা উচিত নয়।’

পরে অবশ্য টাইগারের বিরক্তির জবাব দেন সেই ভক্ত। পাগলামির জন্য টাইগারের কাছে ক্ষমা চান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন ধানের শীষে

ভক্তের ওপর বিরক্ত টাইগার

আপডেট সময় ১১:০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭

আকাশ বিনোদন ডেস্ক:

টাইগার শ্রফ নতুন প্রজন্মের অভিনেতা হিসেবে নাম ডাক কুড়িয়েছেন বেশ। সেই সাতে পেয়েছেন অগনিত ভক্তের ভালবাসা। কিন্তু এ তারকা হটাৎ একটি টুইট দেখে বেশ বিরক্ত হয়েছিলেন ভক্তের উপর। তিনি টুইটের জবাব দিয়ে লিখলেন, ‘দুঃখিত, এভাবে জীবনকে ঝুঁকির মুখে ফেলা বোকামি। এভাবে নিজের ক্ষতি করতে যেয়ো না।’

টুইটে কী দেখেছিলেন টাইগার, যা দেখে এতটাই বিরক্ত তিনি?

টাইগারের এক ভক্ত চেয়েছিলেন প্রিয় নায়ককে মুগ্ধ করতে। তাই সেই ভক্ত উঁচু এক দেয়ালের ওপর থেকে লাফ দিয়ে টাইগারের মতো স্টান্ট করতে চেয়েছিলেন। সেই স্টান্টের ভিডিও ওই ভক্ত পোস্ট করেন মাইক্রো ব্লগিং সাইট টুইটারে। সেই ভক্ত টুইটের সঙ্গে ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘আমি এই উঁচু জায়গা থেকে লাফ দিয়ে ভয়কে জয় করেছি। নিচ থেকে সবকিছুই সহজ লাগে। কিন্তু যখন চেষ্টা করতে যাবেন, তখন দেখবেন এটা কত ভয়ের। সুতরাং আমি এখন সুপারহিরো।’ এরপর এই টুইটে ট্যাগ করেন অভিনেতা টাইগার শ্রফকে। প্রিয় নায়ককে ধন্যবাদ জানান। ওই ভক্ত লেখেন, টাইগার তাঁর অনুপ্রেরণা। টাইগারের স্টান্ট দেখেই সাহস পান তিনি।

এই টুইট দেখে টাইগার খুব বিরক্ত হন। রিটুইটে লেখেন, ‘জীবনকে এভাবে ঝুঁকিতে ফেলো না। একজন অভিনেতা পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে ও পেশাদার স্টান্টম্যানদের তত্ত্বাবধানে এই অ্যাকশন দৃশ্যগুলো করেন। কখনোই নিজে নিজে এমন করা উচিত নয়।’

পরে অবশ্য টাইগারের বিরক্তির জবাব দেন সেই ভক্ত। পাগলামির জন্য টাইগারের কাছে ক্ষমা চান।