অাকাশ জাতীয় ডেস্ক:
রোগযন্ত্রণা সইতে না পেরে যশোরে রবিউল বিশ্বাস (৬৮) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন৷ রবিবার ভোররাতে বেনাপোল পোর্ট থানা এলাকায় বড় আচড়া গ্রামে এ ঘটনা ঘটে৷ নিহত বৃদ্ধ শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানা এলাকার বড় আচড়া গ্রামের মৃত টেনাই বিশ্বাসের ছেলে৷
বেনাপোল পোর্ট থানার এস আই শরিফ হাবিবুর জানান, মৃত রবিউল বিশ্বাস দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রবিবার ভোর চারটার দিকে নিজ বাড়ির সামনে কূল গাছের সঙ্গে রশি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
খবর পেয়ে বেনাপোল থানা পুলিশ রবিবার সকালে লাশ উদ্ধার করে৷ মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে সুরতাহাল প্রস্তুত করে দুপুরে লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























