অাকাশ জাতীয় ডেস্ক:
ঝিনাইদহের কালীগঞ্জে ছাদ থেকে পড়ে ইয়াদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তার দাদি মনোয়ারা বেগমও ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াদ ভুষণ স্কুল পাড়ার রিংকুর ছেলে। এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের বড় ভাই আবেদন আলীর নাতি ছেলে।
প্রতিবেশী জামির হোসেন জানান, দুপুরে শিশু ইয়াদ সিড়ি দিয়ে ঘরের ছাদে চলে যায়। এ সময় তার দাদি মনোয়ারা বেগম তাকে ধরতে গেলে ইয়াদ ও মনোয়ারা দু’জনই ছাদ থেকে পড়ে যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইয়াদকে মৃত ঘোষণা করেন। মনোয়ারা বেগমকে যশোর হাসপাাতলে নেওয়া হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























