অাকাশ জাতীয় ডেস্ক:
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় আতœহত্যা করেছে ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান মনির(২৭)। সোমবার বিকেলে বাড়ির বাড়ির ভিতরে থাকা নিম গাছে দড়িতে ঝুলে আত্নহত্যা করেছে মনির। তার নিজ বাসার নিম গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মনিরুজ্জামান মনির জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকার কাপড় ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের ছেলে। এছাড়া সে লালমনিরহাট সরকারি কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান শ্রেণির ছাত্র এবং সে কলেজের ছাত্রদলের সভাপতি।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
আকাশ নিউজ ডেস্ক 
























