অাকাশ জাতীয় ডেস্ক:
বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা থানায় মামলা হয়েছে। সোমবার মোরেলগঞ্জ থানায় রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী উজ্জল শেখের নাম উল্লেখ করে শিক্ষার্থীর পিতা মামলাটি করেন।
শিক্ষার্থীর পিতা জানান, বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম দপ্তরী উজ্জল শেখ গত ১৪ নভেম্বর ৫ম শ্রেণির এক ছাত্রীকে শৌচাগারে আটকিয়ে ধর্ষণের চেষ্টার করেন। ছাত্রীটি ওই সময় চিৎকার দিলে তাকে ছেড়ে দেয় উজ্জল। এ ঘটনাটি আমরা প্রধান শিক্ষককে জানালে তিনি বিষয়টি পরে দেখবেন বলে কালক্ষেপন করেন। তাই ঘটনার পাঁচদিন পরে আমরা মামলা করেছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির তালুকদার বলেন, ‘ঘটনার দিন ১৪ নভেম্বর আমি বিদ্যালয়ে ছিলামনা। তবে অভিযোগ পেয়েছি তদন্ত করে দেখা হবে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তার পিতা একটি মামলা করেছেন। আসামিকে আটকের চেষ্টা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























