অাকাশ জাতীয় ডেস্ক:
নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে বলেছেন, ‘নির্বাচন কমিশনের রোড ম্যাপ নিয়ে বিএনপি বলছে, রোড ম্যাপ দিয়ে কি হবে। আমার প্রশ্ন আপনি এতটুকু বোঝেন না, যে কোনো কাজ করতে হলে আগে ম্যাপ লাগে। তারপর রোড। সুতরাং নির্বাচন কমিশন যে রোড ম্যাপ দিয়েছে, তাতে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতেই দিয়েছে।বুধবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা আলীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীর র্তীরভূমির অবৈধ স্থাপনা উচ্ছেদকৃত জায়গায় বনায়ন কর্মসূচির উদ্বোধন শেষে নৌ-পরিবহন মন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির নেতাদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, কেউ কেউ বলে শেখ হাসিনার অধীনে নির্বাচন মেনে নেয়া হবে না। প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা নির্বাচন পরিচালনা করবেননা। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আপনারা ভুল করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশনের কাছে আপনারাও গিয়েছেন, দাবি দাওয়ার কথা বলেছেন, আলোচনাও করেছেন। নির্বাচনের সময় শেখ হাসিনার সরকার শুধু দাপ্তরিক কাজ অর্থাৎ রুটিন ওয়ার্ক করবেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজ্জাম্মেল হক, নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক একে এম আরিফ উদ্দিন, ফতুল্লা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি কাউসার আহমেদ পলাশসহ বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আকাশ নিউজ ডেস্ক 





















