ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল

ইসরায়েলের পক্ষে দাঁড়ানোর পুরস্কার পেলেন সৌদি গ্র্যান্ড মুফতি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনের মুক্তিকামী প্রতিরোধ আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ইসরায়েলের অভিনন্দন পেয়েছেন সৌদি গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আল শেখ। এক টেলিভিশন অনুষ্ঠানে জাতিগত মুক্তি আন্দোলনের সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাদের ইসরায়েলবিরোধিতাকে ‘ভুল’ পদক্ষেপ আখ্যা দেন সৌদি গ্র্যান্ড মুফতি। প্রতিক্রিয়ায় ইসরায়েলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তেল আবিব সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

ইসরায়েলের যোগাযোগমন্ত্রী আয়ুব কারা তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ও তাদের হত্যা নিষিদ্ধ করে ফতোয়া দেওয়ায় আমরা উলামাপ্রধান সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আল শেখকে অভিনন্দন জানাচ্ছি। রাষ্ট্রীয় তুর্কি বার্তা সংস্থা আনাদালু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের গ্র্যান্ড মুফতিকে ইসরায়েল সফরের আমন্ত্রণ জানিয়ে তাকে সর্বোচ্চ সম্মান জানানো হবে বলে জানিয়েছেন দেশটির যোগাযোগমন্ত্রী।

ডেইলি সাবাহসহ আরবভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যদ জানায়, এক টেলিভিশন অনুষ্ঠানে জেরুজালেমের আল-আকসা মসজিদকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল-শেখকে। প্রশ্নের জবাবে তিনি হামাসকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের ইসরায়েল বিরোধিতাকে ভুল পদক্ষেপ আখ্যা দেন।

১৪ জুলাই (শুক্রবার) জেরুজালেমের আল-আকসা মসজিদের কাছাকাছি বন্দুকধারীদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় মসজিদ প্রাঙ্গণটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এদিন ইসরায়েলি পুলিশের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়। ইসরায়েলি পুলিশের দাবি, ফিলিস্তিনি বন্দুকধারীরাই প্রথম তাদের ওপর গুলি চালায়। পরে তারা পাল্টা পদক্ষেপ নিয়ে তিন বন্দুকধারীকে হত্যা করেছেন। বন্দুকধারীদের গুলিতে আহত তিন ইসরায়েলি পুলিশের দুইজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের দখল নেয় ইসরায়েল। পরে ১৯৮০ সালে ওই অঞ্চলকে সার্বভৌম দেশ হিসেবে ঘোষণা করে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

ইসরায়েলের পক্ষে দাঁড়ানোর পুরস্কার পেলেন সৌদি গ্র্যান্ড মুফতি

আপডেট সময় ০৪:২১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনের মুক্তিকামী প্রতিরোধ আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ইসরায়েলের অভিনন্দন পেয়েছেন সৌদি গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আল শেখ। এক টেলিভিশন অনুষ্ঠানে জাতিগত মুক্তি আন্দোলনের সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাদের ইসরায়েলবিরোধিতাকে ‘ভুল’ পদক্ষেপ আখ্যা দেন সৌদি গ্র্যান্ড মুফতি। প্রতিক্রিয়ায় ইসরায়েলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তেল আবিব সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

ইসরায়েলের যোগাযোগমন্ত্রী আয়ুব কারা তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ও তাদের হত্যা নিষিদ্ধ করে ফতোয়া দেওয়ায় আমরা উলামাপ্রধান সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আল শেখকে অভিনন্দন জানাচ্ছি। রাষ্ট্রীয় তুর্কি বার্তা সংস্থা আনাদালু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের গ্র্যান্ড মুফতিকে ইসরায়েল সফরের আমন্ত্রণ জানিয়ে তাকে সর্বোচ্চ সম্মান জানানো হবে বলে জানিয়েছেন দেশটির যোগাযোগমন্ত্রী।

ডেইলি সাবাহসহ আরবভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যদ জানায়, এক টেলিভিশন অনুষ্ঠানে জেরুজালেমের আল-আকসা মসজিদকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল-শেখকে। প্রশ্নের জবাবে তিনি হামাসকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের ইসরায়েল বিরোধিতাকে ভুল পদক্ষেপ আখ্যা দেন।

১৪ জুলাই (শুক্রবার) জেরুজালেমের আল-আকসা মসজিদের কাছাকাছি বন্দুকধারীদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় মসজিদ প্রাঙ্গণটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এদিন ইসরায়েলি পুলিশের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়। ইসরায়েলি পুলিশের দাবি, ফিলিস্তিনি বন্দুকধারীরাই প্রথম তাদের ওপর গুলি চালায়। পরে তারা পাল্টা পদক্ষেপ নিয়ে তিন বন্দুকধারীকে হত্যা করেছেন। বন্দুকধারীদের গুলিতে আহত তিন ইসরায়েলি পুলিশের দুইজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের দখল নেয় ইসরায়েল। পরে ১৯৮০ সালে ওই অঞ্চলকে সার্বভৌম দেশ হিসেবে ঘোষণা করে তারা।