অাকাশ জাতীয় ডেস্ক:
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় পারিবারিক দ্বন্দের জেরে আলো মনি (৪) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার দক্ষিণ দলগ্রাম এলাকার একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু আলো মনি উপজেলার ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে।
এদিকে বৃস্পতিবার সকালেই এ ঘটনায় লাকী বেগমকে প্রধান করে অজ্ঞতনামা আরো দুই তিনজনকে আসামী করে কালীগঞ্জ থানা একটি হত্যা মামলা দায়ের করেন আলো মনির মা আফরোজা বেগম।
এ বিষয়ে কালীগঞ্জ থানার উপ পরিদর্শক(এসআই) রাজু আহমেদ জানান, আলমগীরের সাথে তার প্রতিবেশী আশরাফুলের স্ত্রী লাকী বেগমের দীর্ঘ দিনের দন্দ্ব। এর আগে দন্দ্বের জেড়ে টিউবয়েলে বিষ দিয়ে আলমগীরের পুরো পরিবারকে হত্যার চেষ্টা চালায়।
যা আদালতে বিচারাধীন রয়েছে। এরই মধ্যে বুধবার রাতে মেয়েকে বাড়িতে রেখে কাজের প্রয়োজনে আলমগীর ও তার স্ত্রী আফরোজা বেগম বাড়ির বাহিরে যায়। এ সুযোগে লাকী বেগম শিশু আলো মনিকে গলা টিপে হত্যা করে পাশের পুকুরে ফেলে দেয়।
তিনি আরো জানান, আলমগীর বাড়ি ফিরলে মনিকে পায়না। পরে বিভিন্ন স্থানে খোঁজার পর গভীর রাতে পাশের পুকুরের আলো মনির মরদেহ দেখতে পায়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
লালমনিরহাট সহকারী পুলিশ সুপার(বি সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জের ধরে এ ঘটনা ঘটাতে পারে। আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা অব্যহত রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























