অাকাশ জাতীয় ডেস্ক:
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের খাউয়াজুড়ি গ্রামে শুক্রবার দুপুর ৩টার দিকে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা ওই গ্রামের প্রবাসী আলী হোসেনের পুত্র ইয়ামিন (৪) ও শাহীন মিয়ার পুত্র তায়েফ (৫)।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল তিনটার দিকে শিশু দুটি খেলা করতে করতে সবার অগোচরে বাড়ির পাশের খালে চলে যায়। বিকেল ৪টায় নিখোঁজ শিশু দু’টির মৃতদেহ পাশের পাকা ঘাটে পানিতে পাওয়া যায়।
জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ জানান, পরিবারের লোকজনের অগোচরে উঠোন ছেড়ে বাড়ির পাশে খালে গিয়ে পানিতে ডুবে শিশু দু’টি মারা যায়। রাতে লাশ দাফন করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























