অাকাশ জাতীয় ডেস্ক:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বারাদী সীমান্তের বিপরীতে ভারতীয় অংশ থেকে জসিম উদ্দিন (২৮) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। জসিম উদ্দিন দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের আয়তুল ইসলামের ছেলে।
সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলারের কাছ থেকে তাকে আটক করা হয় বলে শনিবার সকালে জানান চুয়াডাঙ্গার ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মো. রাশিদুল আলম।
তিনি বলেন, শুক্রবার বিকালে জসিম উদ্দিন অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করে বিএসএফের হাতে ধরা পড়ে। তাকে ফেরত চেয়ে পত্র দেওয়ার পর সন্ধ্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বিএসএফ জসিম উদ্দিনকে ফেরত দেয়নি।
আকাশ নিউজ ডেস্ক 
























