অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ফ্লোরিডার এমিলি শ নামের এক নারী খালি হাতে একটা অজগর সাপ ধরলেন। ওই নারী পেশায় পুলিশ হলেও, সাপটি ধরার সময়ে কোন রকম অস্ত্র ছিল না তার কাছে।
ঠিক যেমন বেড়াল বা কুকুরের গায়ে আমরা মাঝে মাঝে হাত বুলিয়ে দিই। ঠিক তেমন ভাবেই হাসিমুখে সাপটিকে পাকড়াও করলেন তিনি। শুধু হাতে একটা গাছের ডাল ছিল মাত্র। পুরো ঘটনার ভিডিও এখন ভাইরাল।
সাপটি দৈর্ঘ্যে ছিল ৯ ফুট। সাপটির চেহারাও বেশ হৃষ্টপুষ্ট ছিল। ঝোপের মধ্যে লুকিয়ে ছিল সাপটি।গাছের ডালটি দিয়ে খোঁচা মারতেই সাপটি একেব্বারে আক্রমণাত্মক ভঙ্গিতে এমিলির দিকে ফোঁস করে ওঠে। কিন্তু তা সত্ত্বেও ভয় না পেয়ে সাপটিকে বাগে আনার চেষ্টা করতে থাকন এমিলি।
আকাশ নিউজ ডেস্ক 























