অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
উত্তর কোরিয়াকে নিয়ে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে বিমানবাহী মার্কিন রণতরী প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে যৌথ সামরিক মহড়া চালাতে যাচ্ছে। বিগত এক দশকের মধ্যে প্রথমবারের মতো তারা এ ধরণের মহড়া চালাতে যাচ্ছে। মার্কিন নৌবাহিনী বৃহস্পতিবার একথা জানায়। খবর এএফপি’র।
মার্কিন নৌবাহিনী সূত্র জানায়, ইউএসএস রোনাল্ড রিগান, ইউএসএস নিমিজ ও ইউএসএস থিওডোর রুজভেল্ট আন্তর্জাতিক জলসীমায় সমন্বিত এ মহড়া চালাবে।
সুইফট আরো জানান, ২০০৭ সালে এ অঞ্চলে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিমানবাহী তিনটি রণতরী মহড়া চালায়। আগামী ১১ থেকে ১৪ নভেম্বরের মধ্যে এ মহড়া শুরু করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























