অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মন্ট্রিল পুলিশ তিন সপ্তাহের কম সময়ের মধ্যে ৪শ ৬৩টি যৌন হয়রানি সংক্রান্ত ফোন কল পেয়েছে। হলিউড প্রযোজক হার্ভে উইনস্টেইন কেলেঙ্কারীর ঘটনার প্রেক্ষিতে শহরটিতে এ ধরণের অভিযোগ জানানোর জন্যে অস্থায়ী ফোন লাইন স্থাপন করা হয় । সোমবার এক বিবৃতিতে একথা বলা হয়েছে।
পুলিশ সার্ভিস জানিয়েছে, যৌন হয়রানির এই অভিযোগগুলোর মধ্যে পুলিশের তদন্তে ৯৮টির সত্যতা পাওয়া গেছে। খবর এএফপি’র। অভিযোগ গ্রহণের জন্য অস্থায়ীভাবে খোলা পুলিশের ফোন লাইনটি এখন বন্ধ করে দেয়া হয়েছে।
অনলাইন ও গণমাধ্যমে হলিউড প্রযোজক উইনস্টেইন, কানাডিয়ান প্রযোজক গিলবার্ট রোজোনসহ অন্যান্যদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠার পর মন্ট্রিল পুলিশ প্রধান ফিলিপ পিচেট নির্যাতিতদের এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি টুইট বার্তায় লিখেন, ‘আমরা শুনছি।’
আকাশ নিউজ ডেস্ক 

























