ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঘরে তৈরি করলেন বিমান!

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মুম্বাইয়ের তরুণ পাইলট আমোল যাদব। প্রতিজ্ঞা করেছিলেন বাড়িতেই তৈরি করবেন উড়োজাহাজ! বাড়িতে বিমান তৈরির কথা শুনে প্রথমে বন্ধু-বান্ধব, পরিবারের সদস্যরা হেসে উড়িয়ে দিয়েছিলেন। হাসাহাসি যতই হোক নিজের সংকল্প থেকে এক চুলও সরেননি আমোল। ঠিকই বাড়িতে বিমান তৈরি করে দেখিয়ে দিয়েছেন। আমোল তার এই ঘরোয়া বিমানটি তৈরি করেছেন নিজের বাড়ির ছোট্ট ছাদে।
মজার বিষয় হলো, তার বাড়িতে কোনো লিফট নেই। ফলে লেদ মেশিন, কমপ্রেসার থেকে শুরু করে ১৮০ কেজি ওজনের ইঞ্জিনসহ সব যন্ত্রপাতি তাকে তুলতে হয়েছে বাড়ির সরু সিঁড়ি ব্যবহার করে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সেই বিমান তৈরি করার পর ঝামেলা বাধে বিমানটি নামানোর জন্য। একইভাবে সব যন্ত্রপাতি খুলে ট্রাকে করে সেটি নেওয়া হয় বান্দ্রার একটি কনভেনশন মাঠে।
এরপর ঘরে তৈরি বিমান দেখতে হাজির হয় হাজারো মানুষ। ছয় সিটের বিমানটি ১৩ হাজার ফিট উঁচুতে উঠতে সক্ষম। ২ হাজার কিমি দূরত্ব পার হবার মতো জ্বালানি ধরে ট্যাংকিতে। স্থানীয় বিজেপি সরকার ১৯ আসন-বিশিষ্ট বিমান বানানোর কারখানার জন্য ১৫৭ একর জমি বরাদ্দের আশ্বাসও দিয়েছে। যদিও স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর অফিসের অনুরোধ সত্ত্বেও ভারতের আকাশপথ রেগুলেটরি গত ছ’বছর ধরে আমোলের এই বিমানকে উড্ডয়ন ক্ষমতার সার্টিফিকেট দিতে দ্বিধাগ্রস্ত।
সূত্র: বিবিসি।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় নিয়োগ দিচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

ঘরে তৈরি করলেন বিমান!

আপডেট সময় ১১:৩০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭
অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মুম্বাইয়ের তরুণ পাইলট আমোল যাদব। প্রতিজ্ঞা করেছিলেন বাড়িতেই তৈরি করবেন উড়োজাহাজ! বাড়িতে বিমান তৈরির কথা শুনে প্রথমে বন্ধু-বান্ধব, পরিবারের সদস্যরা হেসে উড়িয়ে দিয়েছিলেন। হাসাহাসি যতই হোক নিজের সংকল্প থেকে এক চুলও সরেননি আমোল। ঠিকই বাড়িতে বিমান তৈরি করে দেখিয়ে দিয়েছেন। আমোল তার এই ঘরোয়া বিমানটি তৈরি করেছেন নিজের বাড়ির ছোট্ট ছাদে।
মজার বিষয় হলো, তার বাড়িতে কোনো লিফট নেই। ফলে লেদ মেশিন, কমপ্রেসার থেকে শুরু করে ১৮০ কেজি ওজনের ইঞ্জিনসহ সব যন্ত্রপাতি তাকে তুলতে হয়েছে বাড়ির সরু সিঁড়ি ব্যবহার করে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সেই বিমান তৈরি করার পর ঝামেলা বাধে বিমানটি নামানোর জন্য। একইভাবে সব যন্ত্রপাতি খুলে ট্রাকে করে সেটি নেওয়া হয় বান্দ্রার একটি কনভেনশন মাঠে।
এরপর ঘরে তৈরি বিমান দেখতে হাজির হয় হাজারো মানুষ। ছয় সিটের বিমানটি ১৩ হাজার ফিট উঁচুতে উঠতে সক্ষম। ২ হাজার কিমি দূরত্ব পার হবার মতো জ্বালানি ধরে ট্যাংকিতে। স্থানীয় বিজেপি সরকার ১৯ আসন-বিশিষ্ট বিমান বানানোর কারখানার জন্য ১৫৭ একর জমি বরাদ্দের আশ্বাসও দিয়েছে। যদিও স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর অফিসের অনুরোধ সত্ত্বেও ভারতের আকাশপথ রেগুলেটরি গত ছ’বছর ধরে আমোলের এই বিমানকে উড্ডয়ন ক্ষমতার সার্টিফিকেট দিতে দ্বিধাগ্রস্ত।
সূত্র: বিবিসি।