আকাশ বিনোদন ডেস্ক:
বলিউড বাদশাহ শাহরুখ খানের পত্নী গৌরী খানের স্টাইল সেন্সের অনেক সুনাম রয়েছে । গৌরীর পরামর্শে রণবীর কাপুরের মতো তারকাও নিজের বাড়ি সাজিয়েছেন। ডিজাইনার হিসেবে এরই মধ্যে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন গৌরী। নিজের ব্র্যান্ডও রয়েছে তার। এতোকিছুর পরও পোশাক নিয়েই কিনা কটাক্ষের শিকার হলেন গৌরী।
আলিবাগের বাংলোতে শাহরুখের ৫২তম জন্মদিনে পরিবার-বন্ধুদের নিয়ে সেলিব্রেশনের গোটা আয়োজন করা হয়েছিল। নিমন্ত্রিত তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানের একের পর এক ছবি আপলোড করছিলেন। এর মধ্যে সোহেল খানের স্ত্রী সীমার পোস্ট করা একটি ছবি নিয়ে বিতর্কের সূত্রপাত।
20171105061309.jpg)
ছবিতে সাদা পোশাক পরেছিলেনশাহরুখ পত্নী। পোশাকটি এতটাই পাতলা ছিল যে ভিতরের গোলাপি রঙের অন্তর্বাসসহ বক্ষ বিভাজিকা স্পষ্ট দেখা যাচ্ছিল। এতেই তোলপাড় হয় নেটদুনিয়া।
এমন পোশাক কিভাবে পরতে পারলেন গৌরী- সেই প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ বলছেন, শাহরুখ খানের মতো তারকার স্ত্রীর এমন ধরনের পোশাক পরা মানায় না। সীমাকে পোস্টটি ডিলিট করারও পরামর্শ দেন অনেকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
আকাশ নিউজ ডেস্ক 

























