ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সোনার থালায় ১৪ আইটেমে শাহরুখের বাদশাহী খানাপিনা

অাকাশ বিনোদন ডেস্ক:

আগামী ছবি ‘জব হ্যারি মেট সেজল’র প্রচারে কোনও কমতি রাখছেন না বলিউড বাদশা শাহরুখ। সম্প্রতি দু’দিনের জন্য ভারতের জয়পুরে গিয়েছিলেন তিনি। সেখানেও বাদশাহী স্টাইলেই ভক্তদের মন কেড়ে নিলেন কিংখান।নিজে কোন কসরত করেননি। বর‌ং সোনার থালা-বাটিতে ভরপেট খাওয়া-দাওয়া করলেন। ইনস্টাগ্রাম পেজে সেই ভিডিও শেয়ার করেছেন শাহরুখ ফ্যানরা।

সকাল থেকে জয়পুরের নানা জায়গায় প্রচারে ব্যস্ত ছিলেন শাহরুখ ও তার ইউনিট৷ তার মাঝে এই সারপ্রাইজ। দুপুরের খাবার খেতে পৌঁছেছিলেন জয়পুরের ‘বিরাসত’ হোটেলে। সেখানেই সোনার থালা-বাটিতে শাহরুখকে পরিবেশন করা হয় হরেক রকমের আয়োজন। ১৪ রকমের রাজস্থানি মুখোরোচক পদে সাজানো হয়েছিল ১৪টি বাটি! একেবারে খাঁটি রাজস্থানি স্টাইলে তাকে স্বাগত জানায় রেস্তোরাঁ কর্তৃপক্ষ। কপালে টিকা, মাথায় পাগড়ী পরিয়ে আপ্যায়ন করা হয়। গলায় পরানো হয় মালা, উপহার দেওয়া হয় রাজস্থানি তলোয়ার। আর শাহরুখও একেবারে বাদশাহী মেজাজে বসে গেলেন খেতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনার থালায় ১৪ আইটেমে শাহরুখের বাদশাহী খানাপিনা

আপডেট সময় ০৪:১৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭

অাকাশ বিনোদন ডেস্ক:

আগামী ছবি ‘জব হ্যারি মেট সেজল’র প্রচারে কোনও কমতি রাখছেন না বলিউড বাদশা শাহরুখ। সম্প্রতি দু’দিনের জন্য ভারতের জয়পুরে গিয়েছিলেন তিনি। সেখানেও বাদশাহী স্টাইলেই ভক্তদের মন কেড়ে নিলেন কিংখান।নিজে কোন কসরত করেননি। বর‌ং সোনার থালা-বাটিতে ভরপেট খাওয়া-দাওয়া করলেন। ইনস্টাগ্রাম পেজে সেই ভিডিও শেয়ার করেছেন শাহরুখ ফ্যানরা।

সকাল থেকে জয়পুরের নানা জায়গায় প্রচারে ব্যস্ত ছিলেন শাহরুখ ও তার ইউনিট৷ তার মাঝে এই সারপ্রাইজ। দুপুরের খাবার খেতে পৌঁছেছিলেন জয়পুরের ‘বিরাসত’ হোটেলে। সেখানেই সোনার থালা-বাটিতে শাহরুখকে পরিবেশন করা হয় হরেক রকমের আয়োজন। ১৪ রকমের রাজস্থানি মুখোরোচক পদে সাজানো হয়েছিল ১৪টি বাটি! একেবারে খাঁটি রাজস্থানি স্টাইলে তাকে স্বাগত জানায় রেস্তোরাঁ কর্তৃপক্ষ। কপালে টিকা, মাথায় পাগড়ী পরিয়ে আপ্যায়ন করা হয়। গলায় পরানো হয় মালা, উপহার দেওয়া হয় রাজস্থানি তলোয়ার। আর শাহরুখও একেবারে বাদশাহী মেজাজে বসে গেলেন খেতে।