অাকাশ জাতীয় ডেস্ক:
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় প্রকাশ্য দিবালোকে ৫ম শ্রেণীর এক ছাত্রীকে চুমু দিয়েছে শাকিল নামের এক বখাটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হলে। অভিযুক্ত শাকিলকে আটকের পর মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
ঘটনাটি ঘটেছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া গ্রামে। অভিযুক্ত বখাটে শাকিল সানিয়াজান ইউনিয়নের আব্দুল খালেক ও শাহানা বেগমের বড় ছেলে। সে ঠ্যাংঝাড়া হাবিবুর রহমন উচ্চ বিদ্যালয় এর ৭ম শ্রেণীর ছাত্র।
জানাগেছে, উপজেলার সানিয়াজান ইউনিয়নে একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী মেয়েটি। বাবা-মা ঢাকার একটি প্রতিষ্ঠানে চাকুরি করার সুবাধে খালার বাড়িতে থেকে পড়াশোনা করে আসছে সে। এই অবস্থায় প্রায় ৮ মাস আগে ওই মেয়েকে প্রেমের প্রস্তাব দেয় প্রতিবেশী শাকিল। মেয়েটিকে তার প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল যাওয়া আসার পথে প্রায় সময় তাকে উত্যক্তের শিকার হতে হয়। ফলে এমন উত্যক্তর বিষয় নিয়ে নিজ স্কুলের শিক্ষকদের কাছে নালিশ জানায় মেয়েটি।
এরই প্রেক্ষিতে স্কুলের প্রধান শিক্ষক ছেলেটির বাবা-মাকে বিষয়টি অবহিত করেন। কিন্তু এতে ক্ষুদ্ধ হয়ে উঠেন শাকিল। আর তাই গত মঙ্গলবার মেয়েটি যখন স্কুল শেষে বাড়ি ফিরছিল, ঠিক তখনই রাস্তায় ফাকা পেয়ে মেয়েটির গালে চুমু দিয়ে দ্রুত সটকে পড়ে শাকিল। আর এ ঘটনায় প্রধান শিক্ষক মিজানুর রহমান বাদি হয়ে মঙ্গলবার সন্ধায় থানায় একটি লিখিত অভিযোগ করে। ওই অভিযোগের প্রেক্ষিতে বুধবার বিকেলে শাকিলকে আটক করে পুলিশ হাতীবান্ধা উপজেলা নিবার্হী কর্মকর্তার ভ্রাম্যমান আদালতে হাজির করে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক নুর আলম বলেন, বুধবার বিকেলে শাকিলকে আটক করে উপজেলা নিবার্হী কর্মকর্তার ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। সেখানে ইউ,পি চেয়ারম্যান, দুই স্কুলের প্রধান শিক্ষক, অভিভাবকরাসহ উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে ছেলেটি ও তার বাবা মুচলেকা দিলে তাকে ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে মেয়েটির স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘ইউএনও স্যার ওই ছেলে ও তার পরিবারের মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন। আশা করি মেয়েটির স্বাভাবিক শিক্ষার পথকে আর কেউ বাধাগ্রস্থ করতে পারবে না।
’
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, বয়স কম থাকায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এরপরে তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে কঠিন শাস্তি দেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























