অাকাশ জাতীয় ডেস্ক:
ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ এলাকায় এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা এমন অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে বাড়ির পাশের একটি ধানখেত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক মানিক (৪০) শিবগঞ্জ মহেশপুর এলাকার মৃত দলিলুরের ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ, শুক্রবার ভোর ৩টায় মানিককে এক ব্যক্তি ডেকে নিয়ে যায়। পরে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর পাশের একটি ধানখেতে মরদেহ ফেলে পালিয়ে যায়। ‘পূর্বের জমি সংক্রান্ত জেরে মানিককে হত্যা করা হয়েছে। এর আগেই মানিককে হত্যার হুমকি দেয় দুর্বৃত্তরা’ এমন অভিযোগ মানিকের স্ত্রী মাসুদার।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শিফায়াতুল মাজদার সিফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পূবশত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পাড়ে বলে ধারনা করা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























