অাকাশ জাতীয় ডেস্ক:
নির্বাচনের সময় প্রার্থীর হলফনামা দেওয়ার প্রক্রিয়া বাতিলের সুপারিশের সমালোচনা করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এর প্রতিবাদ জানিয়ে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘এ প্রস্তাব ভোটারদের বাক স্বাধীনতা ও মৌলিক অধিকারের পরিপন্থী।’
আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান সুজনের সম্পাদক। গত ৮ অক্টোবর নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের সময় হলফনামা দেওয়ার প্রক্রিয়া বাতিলের সুপারিশ করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
বদিউল আলম মজুমদার বলেন, ‘এ দাবি (হলফনামা বাতিলের) গণতন্ত্র প্রাতিষ্ঠানিক করণের অন্তরায় এবং দেশে রাজনৈতিক অঙ্গনে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য অশনিসংকেত।’ বদিউল আলম জানান, উচ্চ আদালতের নির্দেশেই এই বিষয়টি অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন। তাই তা বাতিলের ক্ষমতা প্রতিষ্ঠানটির হাতে নেই।
নির্বাচনী প্রক্রিয়াকে পরিচ্চন্ন করতে হলফনামার ছকের পরিবর্তন, হলনামার তথ্য যাচাই-বাছাই, অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা, ইউনিয়ন পরিষদ নির্বাচনেও হলফনামার বিধান যুক্ত করাসহ ছয় দফা প্রস্তাব দেওয়া হয় সুজনের পক্ষ থেকে।
আকাশ নিউজ ডেস্ক 





















