অাকাশ জাতীয় ডেস্ক:
সাতক্ষীরা কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্তের সোনাই নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে বিএসএফ। আনুমানিক ২৫/৩০ বছর বয়সের এই যুবকটি বাংলাদেশি না ভারতীয় তা নিশ্চিত করতে পারেননি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীরা।
সীমান্তে বসবাসরত একাধিক ব্যক্তি জানান, শনিবার দুপুরে কেঁড়াগাছির শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম-মন্দির সংলগ্ন সোনাই নদীতে ওই যুবকের লাশ ভাসতে দেখে সেখানকার নাগরিককরা হৈ চৈ ও চিৎকার শুরু করেন। এ সময় নদীতে স্পীড বোর্টে টহলরত কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা সেখানে উপস্থিত হন। লাশ দেখতে নদীর বাংলাদেশ সীমানারায় ভিড় করেন স্থানীয় নাগরিকরা। পরে ভারতের তারালী ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই যুবকের লাশ উদ্ধার করে নিয়ে যান।
এ ব্যাপারে সাতক্ষীরা ৩৮ বিজিবি’র কাকডাঙ্গা কোম্পানি কমান্ডার সুবেদার হায়দার আলী জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে সীমান্ত নদী সোনাই নদীতে স্প্রিডবোর্টে টহলরত বিজিবি সদস্যরা সেখানে অজ্ঞাত ওই যুবকের লাশ দেখতে পান।
তিনি আরো জানান, যেহেতু লাশটি ছিলো সোনাই নদীর ভারতীয় সীমানায়, সেহেতু লাশটি ভারতীয তারালী ক্যাম্পের বিএসএফ সদস্যরা সেটি নিয়ে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 

























