ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা জোট নয়, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

মাইলফলকের সামনে মাশরাফি

File photo

আকাশ স্পোর্টস ডেস্ক:

অসাধারণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের অধিনায়ক হিসেবে হাফসেঞ্চুরি থেকে এক কদম দূরে রয়েছেন এই টাইগার পেসার।

রোববার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলদেশ ও দক্ষিণ আফ্রিকা। ইস্ট লন্ডনে টস করতে নামলেই অধিনায়ক হিসেবে ম্যাচ খেলার হাফসেঞ্চুরি পূর্ণ হবে মাশরাফির।

এর আগে বাংলাদেশকে দুজন ৫০ কিংবা ততোধিক ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। তালিকায় সবার ওপরে থাকা হাবিবুল বাশার সুমন জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন ৬৯টি ম্যাচে। সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ খেলে ৫০টি ম্যাচ। রোববারই সাকিবকে ছুঁয়ে ফেলবেন মাশরাফি।

২০০৯ সালে প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন মাশরাফি। তবে ইনজুরির কারণে ওয়ানডেতে দলকে সেবার নেতৃত্ব দেয়া হয়নি। ৫০ ওভারের ক্রিকেটে নড়াইল এক্সপ্রেসের অধিনায়ক হিসেবে অভিষেক হয় ২০১০ সালে। মাঝপথে মাশরাফি ইনজুরিতে পড়লে মুশফিকের হাতে নেতৃত্বের বাহুবন্ধনী ওঠে। ২০১৪ সালে ফের অধিনায়কত্ব ফিরে পান মাশরাফি।

২০১৫ বিশ্বকাপে মাশরাফির নেতৃত্বেই কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। এছাড়া ঘরের মাঠে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মতো দলকে ওয়ানডে সিরিজে পরাজিত করে টাইগাররা। এখন পর্যন্ত মাশরাফির অধীনে ৪৯ ম্যাচ খেলে ২৭টিতে জয় পেয়েছে বাংলাদেশ; হেরেছে ২০টিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ

মাইলফলকের সামনে মাশরাফি

আপডেট সময় ০৭:০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭

আকাশ স্পোর্টস ডেস্ক:

অসাধারণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের অধিনায়ক হিসেবে হাফসেঞ্চুরি থেকে এক কদম দূরে রয়েছেন এই টাইগার পেসার।

রোববার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলদেশ ও দক্ষিণ আফ্রিকা। ইস্ট লন্ডনে টস করতে নামলেই অধিনায়ক হিসেবে ম্যাচ খেলার হাফসেঞ্চুরি পূর্ণ হবে মাশরাফির।

এর আগে বাংলাদেশকে দুজন ৫০ কিংবা ততোধিক ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। তালিকায় সবার ওপরে থাকা হাবিবুল বাশার সুমন জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন ৬৯টি ম্যাচে। সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ খেলে ৫০টি ম্যাচ। রোববারই সাকিবকে ছুঁয়ে ফেলবেন মাশরাফি।

২০০৯ সালে প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন মাশরাফি। তবে ইনজুরির কারণে ওয়ানডেতে দলকে সেবার নেতৃত্ব দেয়া হয়নি। ৫০ ওভারের ক্রিকেটে নড়াইল এক্সপ্রেসের অধিনায়ক হিসেবে অভিষেক হয় ২০১০ সালে। মাঝপথে মাশরাফি ইনজুরিতে পড়লে মুশফিকের হাতে নেতৃত্বের বাহুবন্ধনী ওঠে। ২০১৪ সালে ফের অধিনায়কত্ব ফিরে পান মাশরাফি।

২০১৫ বিশ্বকাপে মাশরাফির নেতৃত্বেই কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। এছাড়া ঘরের মাঠে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মতো দলকে ওয়ানডে সিরিজে পরাজিত করে টাইগাররা। এখন পর্যন্ত মাশরাফির অধীনে ৪৯ ম্যাচ খেলে ২৭টিতে জয় পেয়েছে বাংলাদেশ; হেরেছে ২০টিতে।