ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা হতে পারে: রয়টার্স আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব: প্রধান উপদেষ্টা নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

মাইলফলকের সামনে মাশরাফি

File photo

আকাশ স্পোর্টস ডেস্ক:

অসাধারণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের অধিনায়ক হিসেবে হাফসেঞ্চুরি থেকে এক কদম দূরে রয়েছেন এই টাইগার পেসার।

রোববার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলদেশ ও দক্ষিণ আফ্রিকা। ইস্ট লন্ডনে টস করতে নামলেই অধিনায়ক হিসেবে ম্যাচ খেলার হাফসেঞ্চুরি পূর্ণ হবে মাশরাফির।

এর আগে বাংলাদেশকে দুজন ৫০ কিংবা ততোধিক ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। তালিকায় সবার ওপরে থাকা হাবিবুল বাশার সুমন জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন ৬৯টি ম্যাচে। সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ খেলে ৫০টি ম্যাচ। রোববারই সাকিবকে ছুঁয়ে ফেলবেন মাশরাফি।

২০০৯ সালে প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন মাশরাফি। তবে ইনজুরির কারণে ওয়ানডেতে দলকে সেবার নেতৃত্ব দেয়া হয়নি। ৫০ ওভারের ক্রিকেটে নড়াইল এক্সপ্রেসের অধিনায়ক হিসেবে অভিষেক হয় ২০১০ সালে। মাঝপথে মাশরাফি ইনজুরিতে পড়লে মুশফিকের হাতে নেতৃত্বের বাহুবন্ধনী ওঠে। ২০১৪ সালে ফের অধিনায়কত্ব ফিরে পান মাশরাফি।

২০১৫ বিশ্বকাপে মাশরাফির নেতৃত্বেই কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। এছাড়া ঘরের মাঠে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মতো দলকে ওয়ানডে সিরিজে পরাজিত করে টাইগাররা। এখন পর্যন্ত মাশরাফির অধীনে ৪৯ ম্যাচ খেলে ২৭টিতে জয় পেয়েছে বাংলাদেশ; হেরেছে ২০টিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা

মাইলফলকের সামনে মাশরাফি

আপডেট সময় ০৭:০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭

আকাশ স্পোর্টস ডেস্ক:

অসাধারণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের অধিনায়ক হিসেবে হাফসেঞ্চুরি থেকে এক কদম দূরে রয়েছেন এই টাইগার পেসার।

রোববার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলদেশ ও দক্ষিণ আফ্রিকা। ইস্ট লন্ডনে টস করতে নামলেই অধিনায়ক হিসেবে ম্যাচ খেলার হাফসেঞ্চুরি পূর্ণ হবে মাশরাফির।

এর আগে বাংলাদেশকে দুজন ৫০ কিংবা ততোধিক ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। তালিকায় সবার ওপরে থাকা হাবিবুল বাশার সুমন জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন ৬৯টি ম্যাচে। সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ খেলে ৫০টি ম্যাচ। রোববারই সাকিবকে ছুঁয়ে ফেলবেন মাশরাফি।

২০০৯ সালে প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন মাশরাফি। তবে ইনজুরির কারণে ওয়ানডেতে দলকে সেবার নেতৃত্ব দেয়া হয়নি। ৫০ ওভারের ক্রিকেটে নড়াইল এক্সপ্রেসের অধিনায়ক হিসেবে অভিষেক হয় ২০১০ সালে। মাঝপথে মাশরাফি ইনজুরিতে পড়লে মুশফিকের হাতে নেতৃত্বের বাহুবন্ধনী ওঠে। ২০১৪ সালে ফের অধিনায়কত্ব ফিরে পান মাশরাফি।

২০১৫ বিশ্বকাপে মাশরাফির নেতৃত্বেই কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। এছাড়া ঘরের মাঠে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মতো দলকে ওয়ানডে সিরিজে পরাজিত করে টাইগাররা। এখন পর্যন্ত মাশরাফির অধীনে ৪৯ ম্যাচ খেলে ২৭টিতে জয় পেয়েছে বাংলাদেশ; হেরেছে ২০টিতে।