অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহী মহানগরীতে ১৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার ভোরে নগর ডিবি পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আল আমিনের নেতৃত্বে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নগরীর রাজপাড়া থানাধীন গুড়িপাড়া এলাকার রানা ও তার স্ত্রী। তবে তার স্ত্রীর নাম জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে ডিবি পুলিশ গুড়িপাড়া এলাকার রানার বাড়িতে অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা সহ তাদের আটক করে। পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে বলেও জানা গেছে।
এ তথ্য নিশ্চিত করে নগর ডিবি পুলিশের পরিদর্শক রাসেদ বলেন, ডিবির এসি আল আমিন স্যারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























