অাকাশ জাতীয় ডেস্ক:
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, কন্যাশিশুদের অধিকার রক্ষায় সরকার সচেতন। শুক্রবার ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০১৭’ উপলক্ষে আয়োজিত র্যালি, আলোচনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশকে মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত করতে ছেলে বা মেয়ে সব শিশুকেই বিশ্বমানের যোগ্যতায় গড়ে তুলতে সরকার শিক্ষাসহ সর্বক্ষেত্রে সমান গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে।
তিনি আরো বলেন, সরকার কন্যাশিশুদের অধিকার নিশ্চিত করতে বাল্যবিবাহ বন্ধ আইন, কিশোরী ক্লাব গঠনসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। এছাড়া দেশের অধিকাংশ পরিবারে ছেলে শিশুদের এখনও বেশি গুরুত্ব দেয়া হচ্ছে, যা ঠিক নয় উল্লেখ করে তিনি বলেন, সরকার এমন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে, যেখানে ছেলে বা মেয়ে শিশুদের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না।
এর আগে প্রতিমন্ত্রী সকাল ৯টায় রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে র্যালীর মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। র্যালীটি শাহবাগ থেকে টিএসসি হয়ে শিশু একাডেমি চত্বরে এসে শেষ হয়। র্যালীতে মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগম এবং শিশু একাডেমি ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের নেতৃবৃন্দ অংশ নেন।
আকাশ নিউজ ডেস্ক 



















