অাকাশ নিউজ ডেস্ক:
গাজীপুরের টঙ্গীতে স্বামীর দায়ের আঘাতে খুকু মনি (২০) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার সকালে টঙ্গীর বড় দেওড়া এলাকায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী খুকু মনির স্বামী মো. হানিফকে (৩২) আটক করে পুলিশে দিয়েছেন। হানিফ নেত্রকোনার কেন্দুয়া থানা এলাকার মজনু মিয়ার ছেলে।
খুকু মনির বাবা দেলোয়ার হোসেন জানান, স্বামীর সঙ্গে টঙ্গীর বড় দেওড়া এলাকার সিদ্দিক মিয়ার বাড়িতে ভাড়া থাকতো খুকু মনি। তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে শনিবার সকালে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দা দিয়ে খুকু মনির গলা ও পেটে আঘাত করেন হানিফ। তার চিৎকারে প্রতিবেশীরা গিয়ে হানিফকে আটক করে পুলিশে খবর দেন। গুরুতর অবস্থায় খুকু মনিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
টঙ্গী থানার এসআই চন্দন কুমার জানান, এ ঘটনায় হানিফ নামে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 























