ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল

ফেং শুইয়ের এই সাতটি উপায় মানলেই আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না

অাকাশ নিউজ ডেস্ক:

শত চেষ্টা করেও সাফল্য আসছেনা কিছুতেই আপনার জীবনে? নিজেকে খুবই অসহায় লাগছে? হতাশ হবেন না৷ ফেং শুই-এর এই টিপস গুলি মাথায় রেখে এগিয়ে চলুন৷ দেখবেন ম্যাজিকের মতন যা চাইছেন সেটিই আপনার হাতের নাগালে এসে গিয়েছে৷ ফেং শুই-এর এই বিশেষ টিপস গুলি আপনার ভাগ্য, টাকা এবং স্বাস্থ্যের জন্য সুখবর নিয়ে আসতে পারে৷

১) আপনার ঘরের এক কোনে একটি নীল টবের মধ্যে বিশেষ ধরণের কিছু গাছ পুঁতে নিন৷ আর সেই টবের নীচে রাখুন চকচকে তিনটি কয়েন৷ যা আপনার সৌভাগ্য ফিরিয়ে আনতে পারে খুব সহজেই৷ এরফলে আপনি আর্থিক সৌভাগ্যের অধিকারি হবেন৷

২) আপনার বসার ঘরটি সাজিয়ে ফেলুন লম্বা বেশ কিছু বইয়ের আলমারিতে৷ এর পাশাপাশি রাখুন লম্বা কলামনার শেপের বেশ কিছু আর্টওয়ার্ক৷ আপনার বসার ঘরেও যেসমস্ত ছবি রয়েছে সেগুলি চোখের লেভেলের থেকে সামান্য কিছুটা উপরে রাখুন৷ সেটি আপনার ভাগ্য ফিরিয়ে আনতেও সাহায্য করবে৷

৩) আপনার বাড়ির সামনে বেশ কিছু সবুজ উদ্ভিদ লাগান৷ কারণ সবুজ রং আপনার ভাগ্য ফেরাতে সাহায্য করে৷ ফেঁকাশে সবুজ রং আপনার জীবনে নতুন কিছু কাজ শুরু করার ক্ষেত্রে উদ্যম যোগাবে,গাছের পাতার রংয়ের মতন সবুজ রং আপনার ভাগ্যকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে৷ আর পাশাপাশি গাঢ় সবুজ রং কোনও একটি কাজ সঠিক ভাবে নিষ্পত্তি হতে সহায়তা করবে৷

৪) বাড়িতে সূর্যমুখী ফুল এবং গোলাপি রংয়ের ফুল লাগানোর চেষ্টা করুন৷ আপনার সম্পর্ক আরও মধুর করে তুলতে পারে এই দুটি ফুল৷ বাড়ির উত্তর পশ্চিমে এই ফুলগাছগুলি লাগান৷

৫) বাড়িতে কাঠের তৈরি আসবাব রাখার চেষ্টা করুন৷ সিন্থেটিক জিনিসপত্রের বদলে কাঠের তৈরি জিনিস আপনার সৌভাগ্যের পথপ্রদর্শক হতে পারে৷ এমনকি কাঠের জানলা, লাল কম্বল এবং বেতের চেয়ার আপনার সৌভাগ্যের কারণ৷

৬) ফাউন্টেন আপনার ভাগ্য ফিরিয়ে আনার ক্ষেত্রে বিশেষ উপযোগী৷ বাড়ির সদরদরজার সামনে একটি ফাউন্টেন রাখুন৷ তাহলেই তা আপনার সৌভাগ্যের কারণ হতে পারে৷ কিন্তু সেই ফাউন্টেনের জল প্রতিদিন বদলানোর বিশেষ প্রয়োজন৷ আরও যদি ভাগ্য ফেরাতে চান তাহলে ওই ফাউন্টেনের মধ্যে রাখুন তিনটি চকচকে মুদ্রা৷

৭) বাড়িতে অ্যাকিউরিয়ামের মধ্যে গোল্ডফিশ রাখুন৷ তাহলেই দেখবেন আপনি আর্থিক ক্ষেত্রে কতটা সৌভাগ্যশালী৷ বাড়ির সদর দরজার সামনে কিংবা বাড়ির বাঁদিকে গোল্ডফিস সহ অ্যাকিউরিয়াম রাখুন, যা আপনার জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনতে সক্ষম৷ যদি জীবনে কোনও কঠিন সময়ের মধ্যে দিয়ে যান, কিংবা আপনার স্বাস্থ যদি ভালো না থাকে তবে গোল্ডফিসের পাশাপাশি ওই অ্যাকিউরিয়ামে আরও আটটি কালো মাছ রাখুন৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

ফেং শুইয়ের এই সাতটি উপায় মানলেই আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না

আপডেট সময় ১২:০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

শত চেষ্টা করেও সাফল্য আসছেনা কিছুতেই আপনার জীবনে? নিজেকে খুবই অসহায় লাগছে? হতাশ হবেন না৷ ফেং শুই-এর এই টিপস গুলি মাথায় রেখে এগিয়ে চলুন৷ দেখবেন ম্যাজিকের মতন যা চাইছেন সেটিই আপনার হাতের নাগালে এসে গিয়েছে৷ ফেং শুই-এর এই বিশেষ টিপস গুলি আপনার ভাগ্য, টাকা এবং স্বাস্থ্যের জন্য সুখবর নিয়ে আসতে পারে৷

১) আপনার ঘরের এক কোনে একটি নীল টবের মধ্যে বিশেষ ধরণের কিছু গাছ পুঁতে নিন৷ আর সেই টবের নীচে রাখুন চকচকে তিনটি কয়েন৷ যা আপনার সৌভাগ্য ফিরিয়ে আনতে পারে খুব সহজেই৷ এরফলে আপনি আর্থিক সৌভাগ্যের অধিকারি হবেন৷

২) আপনার বসার ঘরটি সাজিয়ে ফেলুন লম্বা বেশ কিছু বইয়ের আলমারিতে৷ এর পাশাপাশি রাখুন লম্বা কলামনার শেপের বেশ কিছু আর্টওয়ার্ক৷ আপনার বসার ঘরেও যেসমস্ত ছবি রয়েছে সেগুলি চোখের লেভেলের থেকে সামান্য কিছুটা উপরে রাখুন৷ সেটি আপনার ভাগ্য ফিরিয়ে আনতেও সাহায্য করবে৷

৩) আপনার বাড়ির সামনে বেশ কিছু সবুজ উদ্ভিদ লাগান৷ কারণ সবুজ রং আপনার ভাগ্য ফেরাতে সাহায্য করে৷ ফেঁকাশে সবুজ রং আপনার জীবনে নতুন কিছু কাজ শুরু করার ক্ষেত্রে উদ্যম যোগাবে,গাছের পাতার রংয়ের মতন সবুজ রং আপনার ভাগ্যকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে৷ আর পাশাপাশি গাঢ় সবুজ রং কোনও একটি কাজ সঠিক ভাবে নিষ্পত্তি হতে সহায়তা করবে৷

৪) বাড়িতে সূর্যমুখী ফুল এবং গোলাপি রংয়ের ফুল লাগানোর চেষ্টা করুন৷ আপনার সম্পর্ক আরও মধুর করে তুলতে পারে এই দুটি ফুল৷ বাড়ির উত্তর পশ্চিমে এই ফুলগাছগুলি লাগান৷

৫) বাড়িতে কাঠের তৈরি আসবাব রাখার চেষ্টা করুন৷ সিন্থেটিক জিনিসপত্রের বদলে কাঠের তৈরি জিনিস আপনার সৌভাগ্যের পথপ্রদর্শক হতে পারে৷ এমনকি কাঠের জানলা, লাল কম্বল এবং বেতের চেয়ার আপনার সৌভাগ্যের কারণ৷

৬) ফাউন্টেন আপনার ভাগ্য ফিরিয়ে আনার ক্ষেত্রে বিশেষ উপযোগী৷ বাড়ির সদরদরজার সামনে একটি ফাউন্টেন রাখুন৷ তাহলেই তা আপনার সৌভাগ্যের কারণ হতে পারে৷ কিন্তু সেই ফাউন্টেনের জল প্রতিদিন বদলানোর বিশেষ প্রয়োজন৷ আরও যদি ভাগ্য ফেরাতে চান তাহলে ওই ফাউন্টেনের মধ্যে রাখুন তিনটি চকচকে মুদ্রা৷

৭) বাড়িতে অ্যাকিউরিয়ামের মধ্যে গোল্ডফিশ রাখুন৷ তাহলেই দেখবেন আপনি আর্থিক ক্ষেত্রে কতটা সৌভাগ্যশালী৷ বাড়ির সদর দরজার সামনে কিংবা বাড়ির বাঁদিকে গোল্ডফিস সহ অ্যাকিউরিয়াম রাখুন, যা আপনার জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনতে সক্ষম৷ যদি জীবনে কোনও কঠিন সময়ের মধ্যে দিয়ে যান, কিংবা আপনার স্বাস্থ যদি ভালো না থাকে তবে গোল্ডফিসের পাশাপাশি ওই অ্যাকিউরিয়ামে আরও আটটি কালো মাছ রাখুন৷