আকাশ নিউজ ডেস্ক :
জ্যোতির্বিজ্ঞানীরা সৌরজগতের কাছাকাছি একটি নতুন গ্রহ খুঁজে পেয়েছেন, যার আকার পৃথিবীর মতো এবং কক্ষপথও অনেকটা পৃথিবীর মতো। গ্রহটির নাম HD 137010 b। এটি পৃথিবী থেকে প্রায় ১৪৬ আলোকবর্ষ দূরে এবং একটি সূর্যসদৃশ নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। গবেষকদের ধারণা, এই গ্রহে জীবনের উপযোগী পরিবেশ থাকার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
গবেষণায় বলা হয়েছে, গ্রহটি পৃথিবীর চেয়ে প্রায় ৬ শতাংশ বড়। এটি নিজের নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় প্রায় ৩৫৫ দিন—যা পৃথিবীর এক বছরের কাছাকাছি। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড–এর গবেষক ড. চেলসি হুয়াং জানান, কক্ষপথের দিক থেকে এটি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার।
বিজ্ঞানীরা ধারণা করছেন, গ্রহটির নিজ নক্ষত্রের ‘হ্যাবিটেবল জোনে’ (যে অঞ্চলে তাপমাত্রা অনুকূলে থাকলে পানি তরল অবস্থায় থাকতে পারে) থাকার সম্ভাবনা প্রায় ৫০ শতাংশ।
গ্রহটি শনাক্ত করা হয়েছে নাসার কেপলার স্পেস টেলিস্কোপের K2 মিশনের ২০১৭ সালের তথ্য বিশ্লেষণ করে। গ্রহটি যখন নক্ষত্রের সামনে দিয়ে অতিক্রম করে, তখন নক্ষত্রের আলো সামান্য কমে যায়—এ পদ্ধতিকে বলা হয় ট্রানজিট পদ্ধতি (গ্রহের চলাচলে তারার আলো ক্ষণিক কমে যাওয়া)। এই ক্ষীণ সংকেত প্রথম ধরতে সাহায্য করেন সিটিজেন সায়েন্টিস্টরা (স্বেচ্ছাসেবী বিজ্ঞান-সহযোগী), যাদের মধ্যে গবেষণাপত্রের প্রধান লেখক ড. আলেকজান্ডার ওয়েইনারও ছিলেন।
গবেষকেরা জানান, নক্ষত্রটি সূর্যের তুলনায় কম উজ্জ্বল ও কিছুটা ঠান্ডা। ফলে গ্রহটির তাপমাত্রা মঙ্গলের মতো হতে পারে এবং তা -৭০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামতে পারে।
গবেষণাটি এ সপ্তাহে অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারস -এ প্রকাশিত হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 














