ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আবুধাবিতে পোষা প্রাণীর লাইসেন্স না করলে এক হাজার দিরহাম জরিমানা

আকাশ নিউজ ডেস্ক :  

পোষা প্রাণীর বিষয়ে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী শহর আবুধাবি। শহরটিতে বসবাস করা পোষা প্রাণীর মালিকদের আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে নিজেদের আওতায় থাকা বিড়াল ও কুকুর নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।

আবুধাবি মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন না করলে মালিকদের বড় অংকের জরিমানার মুখোমুখি হতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর কোনো মালিক যদি তার মাইক্রোচিপযুক্ত পোষা প্রাণীর নিবন্ধন করতে ব্যর্থ হন, তবে তাকে ১০০০ দিরহাম জরিমানা করা হবে। এছাড়া যাদের আগে থেকেই নিবন্ধন আছে কিন্তু সময়মতো তা নবায়ন করেননি, তাদের জন্য ৫০০ দিরহাম জরিমানার বিধান রাখা হয়েছে। মূলত দায়িত্বশীল মালিকানা নিশ্চিত করতে এবং সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তুলতে আবুধাবির ‘ফ্যামিলি স্পেস’ উদ্যোগের আওতায় এই কার্যক্রম শুরু হয়েছে।

নিবন্ধন প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা যাচ্ছে। সাধারণ নাগরিকরা সরকারি ‘তাম’ প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনো লাইসেন্সপ্রাপ্ত ভেটেরিনারি ক্লিনিকে গিয়ে এই আবেদন করতে পারবেন। ব্যক্তিগত মালিকানাধীন পোষা প্রাণীর জন্য এক বছরের গ্রেস পিরিয়ড বা বিশেষ সময় দেওয়া হলেও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অধীনে থাকা প্রাণীদের জন্য এই সময় মাত্র ছয় মাস।

আবুধাবি ডিপার্টমেন্ট অব মিউনিসিপ্যালিটিস অ্যান্ড ট্রান্সপোর্ট (ডিএমটি) জানিয়েছে, এই উদ্যোগের প্রধান লক্ষ্য হলো একটি কেন্দ্রীয় ডেটাবেজ তৈরি করা। এর মাধ্যমে রাস্তায় যত্রতত্র ঘুরে বেড়ানো প্রাণীর সংখ্যা কমানো, সঠিক পরিচয় নিশ্চিত করা এবং প্রাণীর সার্বিক কল্যাণ তদারকি করা সহজ হবে। একইসাথে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা রোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। রাস্তার ধারে পোষা প্রাণী ফেলে গেলে ২০০০ দিরহাম এবং প্রাণীর প্রতি অবহেলা বা দুর্ব্যবহারের জন্য ৫০০০ দিরহাম পর্যন্ত জরিমানার নিয়ম কার্যকর রয়েছে।

নিবন্ধনের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। ১২ সপ্তাহের বেশি বয়সী এবং প্রয়োজনীয় সব টিকা দেওয়া হয়েছে এমন প্রাণীর নামেই কেবল নিবন্ধন সার্টিফিকেট ইস্যু করা হবে। যদি কোনো প্রাণীর বয়স ১২ সপ্তাহের কম হয়, তবে সেক্ষেত্রে টিকার কোর্স সম্পন্ন না হওয়া পর্যন্ত সাময়িকভাবে একটি পার্সোনাল ফাইল নম্বর দেওয়া হবে। এই নিবন্ধনের মেয়াদ থাকবে এক বছর। প্রতি বছর নির্দিষ্ট সময়ে লাইসেন্সটি নবায়ন করতে হবে। আবেদনের জন্য মালিকের এমিরেটস আইডি বা ইউএই পাস ব্যবহার করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের এনজিও ঋণ শোধের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

আবুধাবিতে পোষা প্রাণীর লাইসেন্স না করলে এক হাজার দিরহাম জরিমানা

আপডেট সময় ০৯:৩০:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

আকাশ নিউজ ডেস্ক :  

পোষা প্রাণীর বিষয়ে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী শহর আবুধাবি। শহরটিতে বসবাস করা পোষা প্রাণীর মালিকদের আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে নিজেদের আওতায় থাকা বিড়াল ও কুকুর নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।

আবুধাবি মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন না করলে মালিকদের বড় অংকের জরিমানার মুখোমুখি হতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর কোনো মালিক যদি তার মাইক্রোচিপযুক্ত পোষা প্রাণীর নিবন্ধন করতে ব্যর্থ হন, তবে তাকে ১০০০ দিরহাম জরিমানা করা হবে। এছাড়া যাদের আগে থেকেই নিবন্ধন আছে কিন্তু সময়মতো তা নবায়ন করেননি, তাদের জন্য ৫০০ দিরহাম জরিমানার বিধান রাখা হয়েছে। মূলত দায়িত্বশীল মালিকানা নিশ্চিত করতে এবং সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তুলতে আবুধাবির ‘ফ্যামিলি স্পেস’ উদ্যোগের আওতায় এই কার্যক্রম শুরু হয়েছে।

নিবন্ধন প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা যাচ্ছে। সাধারণ নাগরিকরা সরকারি ‘তাম’ প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনো লাইসেন্সপ্রাপ্ত ভেটেরিনারি ক্লিনিকে গিয়ে এই আবেদন করতে পারবেন। ব্যক্তিগত মালিকানাধীন পোষা প্রাণীর জন্য এক বছরের গ্রেস পিরিয়ড বা বিশেষ সময় দেওয়া হলেও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অধীনে থাকা প্রাণীদের জন্য এই সময় মাত্র ছয় মাস।

আবুধাবি ডিপার্টমেন্ট অব মিউনিসিপ্যালিটিস অ্যান্ড ট্রান্সপোর্ট (ডিএমটি) জানিয়েছে, এই উদ্যোগের প্রধান লক্ষ্য হলো একটি কেন্দ্রীয় ডেটাবেজ তৈরি করা। এর মাধ্যমে রাস্তায় যত্রতত্র ঘুরে বেড়ানো প্রাণীর সংখ্যা কমানো, সঠিক পরিচয় নিশ্চিত করা এবং প্রাণীর সার্বিক কল্যাণ তদারকি করা সহজ হবে। একইসাথে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা রোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। রাস্তার ধারে পোষা প্রাণী ফেলে গেলে ২০০০ দিরহাম এবং প্রাণীর প্রতি অবহেলা বা দুর্ব্যবহারের জন্য ৫০০০ দিরহাম পর্যন্ত জরিমানার নিয়ম কার্যকর রয়েছে।

নিবন্ধনের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। ১২ সপ্তাহের বেশি বয়সী এবং প্রয়োজনীয় সব টিকা দেওয়া হয়েছে এমন প্রাণীর নামেই কেবল নিবন্ধন সার্টিফিকেট ইস্যু করা হবে। যদি কোনো প্রাণীর বয়স ১২ সপ্তাহের কম হয়, তবে সেক্ষেত্রে টিকার কোর্স সম্পন্ন না হওয়া পর্যন্ত সাময়িকভাবে একটি পার্সোনাল ফাইল নম্বর দেওয়া হবে। এই নিবন্ধনের মেয়াদ থাকবে এক বছর। প্রতি বছর নির্দিষ্ট সময়ে লাইসেন্সটি নবায়ন করতে হবে। আবেদনের জন্য মালিকের এমিরেটস আইডি বা ইউএই পাস ব্যবহার করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।