আকাশ স্পোর্টস ডেস্ক :
টিম পেইনের কোচিং ক্যারিয়ারে যোগ হচ্ছে নতুন অধ্যায়। এই প্রথম দেশের বাইরের কোনো লিগে কোচিং করাতে যাচ্ছেন তিনি। অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ককে প্রধান কোচ হিসাবে নিয়োগ দিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি শিয়ালকোট স্ট্যালিয়ঞ্জ।
৪১ বছর বয়সি পেইনকে গুরু দায়িত্বটি দেওয়ার কথা গত পরশু রাতে নিশ্চিত করেছে শিয়ালকোট। সাবেক এই কিপার-ব্যাটারকে কোচিং স্টাফের প্রধান করতে পেরে খুব খুশি দলটি, ‘টিম পেইনকে শিয়ালকোট স্ট্যালিয়ঞ্জের প্রধান কোচ হিসাবে ঘোষণা করতে পেরে আমরা গর্বিত। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। সর্বোচ্চ পর্যায়ে প্রমাণিত নেতা। চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা সম্পন্ন একজন, যিনি নতুন যুগের নেতৃত্ব দিতে প্রস্তুত।’
অস্ট্রেলিয়ার জার্সিতে ৩৫টি করে টেস্ট ও ওয়ানডে খেলেছেন পেইন। টি ২০ খেলেছেন ১২টি।
খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার পর থেকে কোচিংকে পেশা হিসাবে নেন পেইন। ২০২৪ বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি। তার আগের মৌসুমে ছিলেন দলটির সহকারী কোচ।
এছাড়া অস্ট্রেলিয়া ‘এ’ দল কোচের দায়িত্ব পালন করেছেন পেইন। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দল ও নারী ক্রিকেট দলের সঙ্গেও কাজ করেছেন তিনি। পিএসএলের আরেক নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিকে প্রধান কোচ হিসাবে নিয়োগ দিয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 






















