আকাশ বিনোদন ডেস্ক :
বলিউড অভিনেতা হৃতিক রোশনের সম্প্রতি একাধিক ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। কেননা ছবিগুলোয় অভিনেতাকে ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখা যায়। সম্প্রতি বলিউড পরিচালক গোল্ডি বেহলের জন্মদিনের পার্টিতে অংশ নেন এই ‘কৃষ’ তারকা যেখানে তাকে ক্রাচের সাহায্যে চলাফেরা করতে দেখা যায়।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে মুম্বাইয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে তোলা অভিনেতার একাধিক ছবি চিত্রসাংবাদিক যোগেন শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। ছবিগুলো পোস্ট করার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপরই ভক্ত-অনুরাগীদের মাঝে এ নিয়ে জল্পনা শুরু হয়। অনেকেই উদ্বেগ প্রকাশ করেন।
ছবিতে দেখা যায়, ক্যাজুয়াল পোশাকে বেশ লো-প্রোফাইলে অনুষ্ঠানস্থল ত্যাগ করছেন হৃতিক। খুব সাবধানতা বজায় রেখে হাঁটছেন।
এবার নিজের শারীরিক জটিলতা নিয়ে এ অভিনেতা নিজেই মুখ খুললেন। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে রসিকতায় ভরা এক পোস্টে নিজের শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে হৃতিক লেখেন, ‘সারাদিন বেশ বিরক্ত ছিলাম। কারণ, আমার বাম হাঁটু হঠাৎ করেই ঠিক করল দুদিনের জন্য কাজ বন্ধ রাখবে। এটা আমার কাছে নতুন কিছু নয়। আমার শরীরের প্রতিটি অংশের যেন আলাদা আলাদা অন/অফ বাটন আছে। বাম পা, বাম কাঁধ, ডান গোড়ালি-যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। পুরোপুরি মুডের ওপর নির্ভর করে।’
এমন পরিস্থিতিতে তার সহকারী দল যেভাবে তাকে সহযোগিতা করেছে, সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সামনে এই অভিনেতা জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ’-এর চতুর্থ কিস্তি নিয়ে বড় পর্দায় হাজির হবেন। এ ছবির মাধ্যমে বাবা রাকেশ রোশনের মতো পরিচালনাতেও নাম লেখাতে চলেছেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























