আকাশ জাতীয় ডেস্ক :
নরসিংদীতে গাড়ি মেরামতের গ্যারেজে লাগা আগুনে পুড়ে মারা গেছেন চঞ্চল ভৌমিক (২৫) নামের এক মেকানিক। সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের দগরিয়া এলাকায় গত শুক্রবার রাত পৌনে ২টার দিকে গ্যারেজটিতে আগুন লাগে বলে জানিয়েছে পুলিশ। চঞ্চল গ্যারেজে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যান।
খবর পেয়ে ভোরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দোকানে চঞ্চল ভৌমিকের পোড়া লাশ দেখতে পান। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
এ ঘটনায় দোকানের মালিক মাসুদ রানা বাবুল নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। তবে পুড়িয়ে হত্যা নাকি দুর্ঘটনা, সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। শনিবার রাত থেকে ঘটনাটি সামাজিক মাধ্যমে ‘পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা’ হিসেবে ছড়িয়ে পড়ে।
চঞ্চল ভৌমিক কুমিল্লার বরুড়া থানার লক্ষ্মীপুর গ্রামের খোকন ভৌমিকের ছেলে। তিনি ওই দোকানের কর্মী ছিলেন এবং গাড়ি মেরামত করতেন।
সিসিটিভির ফুটেজের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাত ১টা ৪০ মিনিটে একটি ছেলে আশপাশ থেকে পরিত্যক্ত কাপড়, কাগজ দিয়ে গ্যারেজের সাটারের সামনে আগুন ধরিয়ে দেয়।
আকাশ নিউজ ডেস্ক 




















